নারায়ণগঞ্জ বার্তা ২৪: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান বলেছেন,আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধী অপশক্তি মরনকামড় দিবে। দেশে অস্তিতিশীল পরিবেশ সৃষ্টি করার নীল নকশা চলছে।তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে এককাতারে থাকতে হবে।সংগঠনগুলোকে ইস্পাত কঠিন শক্ত করতে হবে।জাসদ সবসময় মুক্তিযুদ্ধের স্বপক্ষে ছিল,আছে এবং থাকবে।
২১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরীর ডিআইটিস্থ কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো:শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর (দক্ষিন) জাসদের সহ-সভাপতি নাসিমুল গনি সেজু, নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, মহানগর সহ সভাপতি মনিরুল আলম, সামছুল হক মিন্টু, মোফাজ্জল হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সমাজসেবা সম্পাদক মাসুদ চৌধুরী, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মামুন দাস, সহ সম্পাদ মোঃ সোহাগ ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।#