ধর্ষক আটক, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ধর্ষিতা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় বিয়ের প্রলোভন দিয়ে সনাতন ধর্মের (ছদ্মনাম)  মিতু নামের এক যুবতীকে অন্ত:সত্বা করেছে লম্পট জিয়া (৩৬)। ধর্ষিতা মিতু এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছে ধর্ষিতার বাবা বিজয়।

অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লা থানাধীন গলাচিপা কলেজ রোড এলাকার বিজয়। সে দিগু বাবুর বাজারে চা পানের দোকান দিয়ে ব্যবসা করে আসছে। তার দোকানে নিয়মিত মো. জিয়া কাস্টমার হিসেবে আসে এবং বসে। দোকানে পাশে বিজয়ের স্ত্রী বকুল রানী দাস কাঁচা মারৈ দোকান দিয়ে ব্যবসা করে আসছে। জিয়া কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ডাংমুরকা এলাকার মৃত হামেদ মন্ডলের ছেলে । তারা মাসদাইর কবর স্থান এলাকায় বসবাস করে।

বিজয়ের দোকানে তার ছোট মেয়ে (ছদ্মনাাম) মিতু (১৯) মাঝে মাঝে বসে বাবার খাবার খাওয়ার সময় । জিয়াও বসে ঐ দোকানে ফলে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়। একপর্যায় গত ১ আগষ্ট ২০১৭ ইং থেকে ১২ ফেব্রুয়ারী ২০১৮ইং পর্যন্ত মিতু ও জিয়ার অবৈধ মেলামেশা ঘটে। ফলে মিতু অন্ত:সত্বা হয়। গত ১২ ফেব্রয়ারী মিতুকে নিয়ে জিয়া আমলাপাড়া ক্লিনিকে নিয়ে মিতুর গর্ভপাত ঘটায়।

এতে মিতু আরো অসুস্থ্য হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে মিতু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এরপর মিতুর বড় বোন কনিকা রানী দাস কে ফোন করে বিস্তারিত বললে সে তার বাবা বিজয় কে সব খুলে জানায়। এরপর বিজয় ফতুল্লা মডেল থানায় এসে জিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

ফতুল্লা মডেল থানার এস,আই তুষার কান্তিদাস সু কৌশলে লম্পট জিয়াকে গ্রেপ্তার করে ফতুল্লা থানায় নিয়ে আসে। অপরদিকে, মিতু অনেক অসুস্থ্য আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক বলছে তার শাররিক অবস্থা আশাঙ্কা জনক।

add-content

আরও খবর

পঠিত