আবারও পুরস্কিত ওসি কামাল, শ্রেষ্ঠ অফিসার এনামুল ও তারেক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা সংবাদ দাতা) : ১৫ ফেব্রয়ারী নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের আয়োজিত অপরাধ সভায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামাল উদ্দিন বিশেষ ও এস.আই কাজী এনামুল হক ও এ.এস.আই তারেক আজিজ শ্রেষ্ঠ অফিসারের সম্মাননা পুরস্কার পেয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন যোগদানের পর থেকে ফতুল্লা থানার সার্বিক দিকদিয়ে তিনি চমৎকারভাবে সাজিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষায় থানার শৈলপিক দিকদিয়ে জেলার অন্যান্য থানার চেয়ে সে সবার শীর্ষে। ফতুল্লা মডেল থানার সিভিল টীম প্রধান এস.আই কাজী এনামুল হক ও তার সহকর্মী এ.এস.আই তারেক আজিজ ওয়ারেন্ট তামিল মাদক উদ্ধার ও সন্ত্রাসী দমনে বেশ কয়েক বার পুরস্কার পেয়েছে। জানুয়ারী মাসেও তারা সেরা পুরস্কার পেয়েছে।

১৫ ফেব্রয়ারী জেলা পুলিশ সুপারের আয়োজিত অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ এস.আই হিসেবে কাজী এনামুলহক এবং এ.এস.আই হিসেবে পুরস্কার পেলেন তারেক আজিজ।

add-content

আরও খবর

পঠিত