নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আমরা পেরেছি, আমরাই পারবো রক্ত দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবো স্লোগানকে সামনে রেখে মানব কল্যাণ পরিষদ রক্তদান কর্মসূচী চালু করেছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২২নং ওয়ার্ডের ২২নং বেডের এক রোগীকে স্বেচ্ছাসেবী মোঃ ফয়সাল আহমেদ সরকার এর রক্ত দিয়ে সংগঠনের প্রথম উদ্বোধনী রক্তদান কর্মসূচী শুরু হয়।
এ সময় মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া রক্তদান কর্মসূচীতে বলেন আপনার কাছাকাছি থাকা লোকজনের প্রতিদিনই রক্তের প্রয়োজন হয়। যখন কাছাকাছি রক্তদানের সুবিধা থাকবে তখন আমরা আপনাকে জানাব। মানব কল্যাণ পরিষদের মাধ্যমে একত্রে মিলে ঐক্যের টানে আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে মানবিক গুণাবলিতে আমরা জীবন বাঁচাতে সহায়তা করব। নারায়ণগঞ্জে যে কারো গুরুতর রোগীর রক্তের প্রয়োজন হলে মানব কল্যাণ পরিষদ ও সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের সাথে যোগাযোগ করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বশীল কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জিএম মোস্তফা ও মোঃ শামীম। সমাজকর্মীরা রক্তদান কর্মসূচীতে বলেন যারা মানবিক বিষয় বিবেচনা করে স্বেচ্ছায় রক্ত প্রদান করবে তাদের সংগঠন কার্যালয়ে নাম নিবন্ধন করার আহ্বান জানান। স্বেচ্ছায় রোগীর জন্য রক্ত পেয়ে রোগীর ভাই নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু রক্তদাতা সমাজকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।