খালেদা জিয়ার রায়কে ঘিরে বন্দরের বিভিন্নস্থানে নিরাপত্তা জোড়দার

নারায়ণগঞ্জ বার্তা ২৪: ৮ ফেব্রুয়ারী বিরোধী দলীয়নেত্রী বেগম খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বন্দরে যে কোন নাশকতা ঠেকাতে বন্দর থানা পুলিশ সর্তকাবস্থানে রয়েছে।

এমন কথা জানিয়েছেন বন্দর থানার ইন্সপেক্টর তদন্ত  মোঃ হারুন অর রশীদ। তিনি আরো জানান, খালেদা জিয়ার রায়কে ঘিরে নাশকতা এড়ানোর জন্য বন্দর থানা পুলিশ  মঙ্গলবার সন্ধ্যা থেকে বন্দর উপজেলার ফরাজিকান্দা, বন্দর বাস স্ট্যান্ড, নবীগঞ্জ বাসস্ট্যান্ড, দাঁশেরগাও বাসস্ট্যান্ড, তালতলা, ধামগড়বাস স্ট্যান্ড, গকুলদাশেরবাগ, টহল জোরদার রাখা হয়েছে। সে সাথে বন্দরে ১৯ নং ওয়ার্ড থেকে ২৭ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় নজরধারি বাড়ানো হয়েছে। এ ছাড়াও  বন্দরে বিভিন্ন গুরুত্বপূর্ন বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে সন্দেহভাজন যাত্রীদের তল্লাশী চালানো হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারী নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় বন্দর থানায় রুজুকৃত ৭(২)১৮ নং মামলার এজাহারভূক্ত আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রাখা হয়েছে। প্রসঙ্গত,৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে বন্দরে সাধারন জনগন চরমে আতংকে রয়েছে।  রায় কি হবে এই নিয়ে চলছে  নানা জল্পনা-কল্পনা।

add-content

আরও খবর

পঠিত