নারায়ণগঞ্জে গণপরিবহনে তল্লাশী ও র‌্যাব পুলিশের টহল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : যেকোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন। ৭ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে অনেকটা স্বাভাবিক থাকলেও বিকেল ঘনিয়ে আসলেই বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায় র‌্যাব ও পুলিশ সদস্যদের। এছাড়াও সন্ধ্যা থেকেই নারায়ণগঞ্জে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) আসাদুজ্জামান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে একদিকে কৌতুহল ও অপরদিকে সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। এদিকে নারায়ণগঞ্জ-ঢাকা-সিলেট-চট্টগ্রাম মহাসড়ক সহ ঢাকামুখী যানবাহন, গণপরিবহনে চলছে তল্লাশী। এছাড়াও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশন ও চাষাঢ়া রেল স্টেশনেও পুলিশ ঢাকামুখী ট্রেনে উঠে যাত্রীদের তল্লাশী করতে দেখা গেছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন জানান, যেকোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে আমরা নিরাপত্তা জোরদার করেছি। কেউ যদি অপ্রিতীকর কিছু করার চেষ্টাও করে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

add-content

আরও খবর

পঠিত