নারায়ণগঞ্জে বৃদ্ধি পাচ্ছে অপরাধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জে আবারো বৃদ্ধি পাচ্ছে অপরাধ। চাঞ্চল্যকর ৭ খুন, ৫ খুন ও সাংবাদিক হত্যাকান্ড সহ নানা ঘটনায় আলোচিত হওয়ার পর অনেকটা শান্ত ছিলো প্রাচ্যের ড্যান্ডি খ্যাত এই জেলাটি। তবে  বছর শুরুতে নারায়ণগঞ্জে আইশৃংখলা পারস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রতিনিয়ত বেড়েই চলছে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ ও মাদকের জন্য ছেলের হাতে বাবাকে পিটিয়ে আহত সহ মাকে হত্যা চেষ্টার মত নেক্কারজনক ঘটনা।

৬ই ফেব্রুয়ারি শনিবার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় মাদক কেনার টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলে তার বাবা ও ভাইকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও একই দাবিতে সোমবার সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকায় মাদকাসক্ত ছেলে মাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালিয়েও ক্ষান্ত হয়নি, ব্যর্থ হয়ে ওই ছেলে তার মাকে লাঠিপেটা করে আহত করে। আর এ ধরনের ঘটনায় থানায় লিখিত অভিযোগও হয়েছে।

এসকল অপরাধ ছাড়াও উল্লেখযোগ্য রয়েছে নানি-নাতি খুন, যুবলীগ নেতা, কলেজ ছাত্র ও স্কুল ছাত্রী খুন এবং স্কুল ছাত্রীর বস্তাবন্দি লাশ। বছরের প্রথম ৩৩ দিনে ২১টি খুন, ৮টি ডাকাতি ও ৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া মাদকের ভয়াবহতা গত বছর যেমন ছিল তেমনই আছে। আইনশৃংখলা পরিস্থিতির এমন অবনতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ।

সচেতন নাগরিক সমাজের অভিযোগ রয়েছে, উল্লেখিত ঘটনার বাইরে অনেক অপরাধের ঘটনায় পুলিশী ঝামেলা এড়াতে অনেকেই থানায় অভিযোগ করতে যাননি। গ্রেপ্তার বাণিজ্য, মাসোহারা আদায়, অপরাধীদের সঙ্গে পুলিশের সখ্যতার কারণেই অপরাধীরা বেপরোয়া। আর এই কারণেই আইনশৃংলা পরিস্থিতির অবনতি ঘটছে।

২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর বাংলাবাজার আমবাগান এলাকায় নিজ ঘরে স্কুল ছাত্রী মোনলিসা (১২) কে ধর্ষণ করে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে একই এলাকার দুবাই প্রবাসী সাইদ। ৩১ জানুয়ারী রূপগঞ্জ উপজেলার ভুলতা তাঁতবাজার মার্কেট এলাকায় ভুলতা ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন (৩২) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যাস করা হয়। ২৬ জানুয়ারি সোনারগায়ের মোগড়াপাড়া কাইকারটেক ব্রিজের নিচ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ২৩ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার আসরাফুল ইসলামের স্কুল পড়–য়া মেয়ে রোকসানা আক্তার (১০) কে স্কুলে যাওয়ার পথে বোড়ানোর কথা বলে কথিত দুলাভাই অপহরণ করে বন্দরের টি হোসেন গার্ডেন এলাকায় নিজের বাসা নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে হাত-পা-মুখ বেধে নির্মমভাবে হত্যার পর লাশ একটি বস্তায় ভরে ফেলে দেয়। ২৩ জানুয়ারি  সিদ্ধিরগঞ্জের গোদনাইল জিএমসি মিলস এলাকা সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজের ৫দিন পর কবির হোসেন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ২২ জানুয়ারি রূপগঞ্জের কায়েতপাড়ার বড়লু এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজের ১২ ঘন্টা পর ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র পারভেজ মিয়া (২২) এর লাশ উদ্ধার করে পুলিশ। ২১ জানুয়ারী সকালে ফতুল্লার ভোলাইল মরাখালপাড় এলাকায় রাসেল (৩৫) নামের এক ব্যাক্তি মোটর সাইকেল চুরির অপরাধে গণধোলাইয়ে নিহত হয়। একইদিন জানুয়ারি আড়াইহাজার গোপালদীর ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী সুরাইয়া আক্তারকে (৮) শ্বাসরোধ করে হত্যা করা হয়। ১৯ জানুয়ারী শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। একইদিন আড়াইহাজারের ইসলামপুর এলাকায় নিখোঁজের ১২ দিন পর মাদ্রাসা ছাত্রী সুরাইয়ার (৮) লাশ উদ্ধার করে পুলিশ। ১৬ জানুয়ারি রাতে বন্দর উপজেলার বালিগাঁ এলাকায় গণপিটুনিতে রিপন ও রহিম নামে দুই ডাকাত নিহত হয়। একইদিন রূপগঞ্জে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকা থেকে নাবিল প্রধান (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।  ১৫ জানুয়ারী আড়াইহাজার উপজেলার ব্রাক্ষ্মন্দী ইউনিয়নের বড় ফাউসা গ্রামে গণপিটুনিতে শাহিন (২৫) নামে এক ডাকাত নিহত হয়। ১৪ জানুয়ারী সোনারগাঁ উপজেলার ছোট সাদিপুর গ্রামে কলেজ ছাত্রী বোনকে উত্ত্যক্তে বাধা দেয়ায় বখাটেরা মিন্টু মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ১২ জানুয়ারী রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরচেঙ্গাকান্দি এলাকায় একটি যাত্রীবাহি মাইক্রোবাসে একদল ডাকাত হানা দিয়ে শাহিন মিয়া (২৪) নামের একজনকে কুপিয়ে হত্যা করে।  ১১ জানুয়ারী রূপগঞ্জে পুর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের আলমপুরা এলাকার লেক থেকে হাফিজ বিন সাদেক (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ৬ জানুয়ারী সিদ্ধিরগঞ্জে জালকুড়ি কড়ইতলা এলাকা থেকে আসমা (৩৬) নামে ৭ মাসের অন্ত:সত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ৫ জানুয়ারী ফতুল্লার বক্তাবলী লক্ষিনগর গ্রামে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ইটভাটার শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়। ৪ জানুয়ারী সিদ্ধিরগঞ্জে নানি পারভীন আক্তার (৫০) ও তার নাতি মেহেদী হাসান (৯) নিজ বাসায় খুন হয়। ৩ জানুয়ারী সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় একটি কোম্পানীর বালু ভরাটে বাধা দেওয়ায় মোহাম্মদ আলী (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ধর্ষনের ঘটনার মধ্যে ১৯ জানুয়ারি ভোরে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় এক শিক্ষিকা ধর্ষণের শিকার হয়েছে। ধষির্তা শিক্ষিকা ধর্ষক রশিদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ৬ জানুয়ারি রাতে রূপগঞ্জের কান্দাপাড়ায় এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থীকে গনধর্ষণ করে প্রেমিক শহীদুল ও তার সহযোগী কাউসার, জয়, শাওন। ৯ জানুয়ারি সন্ধ্যারাতে সিদ্ধিরগঞ্জের  ৩নং ওয়ার্ডের পূর্ব বাঘমারা এলাকায় ৫ বছরের কেজি স্কুলের এক শিশু ছাত্রীকে ধর্ষণ করে কামাল (২৮) নামে লম্পট। ২৬ জানুয়ারি রূপগঞ্জের গাউছিয়া নান্নু টেক্সটাইল কারখানা এক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। ডাকাতি ঘটনার মধ্যে ২ জানুয়ারি ভোররাতে ফতুল্লার নুরবাগ এলাকায় অ্যাডভোকেট ফকির আব্দুল মান্নান মিয়ার বাড়ির ভাড়টিয়া সামসুল হকের ফ্ল্যাটে মুখোশ পাড়া ডাকাতদল হানা দিয়ে সামসুল হক ও তার স্ত্রীকে হাত-পা বেধে নগদ ৩ লাখ টাকা, ৩ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল সেট নিয়ে যায়। একইদিন সকালে আড়াইহাজার পৌরসভার নিউটাউন নামে একটি হাউজিং এলাকায় আড়াইহাজার গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষক মাহতাবউদ্দিন ও শালমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পারুলের বাড়িতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটে। র্দুবৃত্তরা ঘরের তালা কেটে  নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায়। ১৫ জানুয়ারি আড়াইহাজারের  ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় ফাউসা গ্রামের খলিলুর রহমান ভুইয়ার বাড়িতে ১৫/১৬ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দিয়ে ৫ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তার ভাতিজা ছোটন (২৪)সহ ২ জন টেঁটা বিদ্ধ হয়। এবং জনতার গণপিটুনীতে এক ডাবাক মারা যায়। ১১ জানুয়ারি ভোররাতে সোনারগায়ের পিরোজপুরের চর চেঙ্গাকান্দি এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসে হানা দিয়ে ডাকাতদল শাহিন মিয়া (২৪) নামে এক যাত্রীকে কুপিয়ে সর্বস্ব লুটে নেয়। হাসপাতালে নেয়ার পথে আহত শাহিন মিয়া মারা যায়। একই দিন রাত ২টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী গ্রামের সিরাজুল ইসলাম ভুইয়ার বাড়িতে হানা দিয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৪ভরি ওজনের স্বর্ণালংকার, ৮হাজার টাকা, ৪টি মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ১৫ জানুয়ারি রাত ১টায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের বিরুদ্ধে ডেমরা থানার পশ্চিম সানারপাড় এলাকায় মাদক অভিযানের নামে ডাকাতির অভিযোগ উঠেছে। ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পুলিশ সদস্যরা জুলহাস (৪৫), তার স্ত্রী নার্গীস আক্তার (৪০), ভাড়াটিয়া রাসেল (২০) ও আবদুর রশিদকে মারধর করে নগদ ৮৫ হাজার টাকা ও দু’টি মোবাইল লুট করে নেয়। ২৬ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের কাপড় ব্যবসায়ী নাঈম আল মাসুদকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি গতিরোধ করে তার সঙ্গে থাকা মোবাইল, ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। ২৭ জানুয়ারি ভোররাতে সদর উপজেলার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একমি ল্যাবরেটরিজের বিক্রয় কেন্দ্রে মুখোশধারী ডাকাতদল হানা দেয়। ডাকাতেরা বিক্রয় কেন্দ্রের লোকজনকে অস্ত্রের মুখে হাত-পা-মুখ বেধে ক্যাশ বাক্স ভাঙার চেষ্টা করে। তখন পুলিশ এসে ধাওয়া করলে ডাকাতরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়। ২৩ জানুয়ারি বিকালে সিদ্ধিরগঞ্জে আদমজী নতুন বাজার এলাকায় বেক্সিমকো এলপি গ্যাসের কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টো-ন-১৮-০২৭২) চালক মানিক মিয়া ও বিক্রয় প্রতিনিধি আবুল শিকদারকে মারধর করে ৮৪ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

add-content

আরও খবর

পঠিত