নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ সংবাদ দাতা) : সিলেট সফরে যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সফর সঙ্গীদের শুভেচ্ছা জানাতে সোমবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ নেতাকর্মীদের পিটিয়ে ব্যানার, ফেস্টুন ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের লাঠির আঘাতে ৭জন আহত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক বাকির হোসেন জানান, খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে শত শত নেতাকর্মী রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় সকাল থেকেই জড়ো হয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের মহাসড়কে দাঁড়াতে বাঁধা দেয় পুলিশ।
বাঁধা উপেক্ষা করে ভুলতা এলাকায় অবস্থান নিলে পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা করলে রূপগঞ্জ উপজেলা যুবদল সভাপতি গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল নেতা সালাহউদ্দিন দেওয়ান, তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক আফজাল কবির, জেলা ছাত্রদল নেতা ইসমাইল মামুন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, জাইদুল ইসলাম, আলী আকবর বাবু, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা গোলজার হোসেন আহত হন। পরে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
অপরদিকে নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান খান বেনুর নেতৃত্বে রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় নেতাকর্মীরা অবস্থান নিলে পুলিশ ব্যানার, ফেস্টুন ও মাইক ছিনিয়ে নেয়। পরে তারা যাত্রামুড়াস্থ ওলামাদলের অফিস কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা করেন।
সভায় বক্তব্য রাখেন জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান খান বেনু, মাজারুল ইসলাম হিরন, ডা. মীর আজাহার, আব্দুল হাই তালুকদার, মো. কামাল খান, হাজী মোজাম্মেল হক, আমির হোসেন, আলম মিয়া, নাসির মোল্লা, শামীমুল ইসলাম শিমুল, আলী হোসেন, রাশিদা আক্তার, মনোয়ারা বেগম, রুনা লায়লা, অজুফা আক্তার, শাহিন আলম, আসাদ, রওশন আরা প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পুলিশ আওয়ামী লীগের এজেন্ট হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর ষ্টিমরুলার চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেফতার বন্ধের আহবান জানানো হয়।