নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী(৬৩) মুমূর্ষ অবস্থায় খানপুর হাসপাতালে ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার দাবি পরিবারের সদস্যদের। শুক্রবার বিকালে অবস্থা খারাপ দেখলে প্রথমে শহরের পলি ক্লিনিকে নিয়ে ভর্তি করে,পরে মেডিস্টার সর্বশেষ খাঁনপুর হাসপাতালে ভর্তি হয়েছে। তাও ডাক্তারদের অনেক অনুরোধ করে। সেখানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোঃ আলম ও জুলহাস মূলত তাদের অনুরোধেই ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডাঃ মান্নান এর সত্ত্বাবধানে রয়েছেন।
শনিবার তাকে ঢাকার যে কোন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হবে বলে জানান মুক্তিযোদ্ধা আলম। সমস্ত ব্যবস্থা করবেন জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ মোহাম্মদ আলী। তিনি দীর্ঘ দিন যাবৎ হার্ড, কিডনী ও শাস্বকষ্ট রোগে ভোগছেন। শুক্রবার বিকেলে পূণরায় অসুস্থ হয়ে পড়লে তার পরিচিতজন হাজী জাহাঙ্গীর আলম প্রধান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সাহেবকে ফোন করে উক্ত ঘটনা জানান। তিনিই মুক্তিযোদ্ধ আলম ও জুলহাস ডেকে পাঠান এবং মুক্তিযোদ্ধা রুস্তম আলীকে সু-চিকিৎনার জন্য যা কিছু লাগে তার ব্যবস্থা করার জন্য বলেন। তারাই সন্ধ্যার পর খানপুর হাসপাতালে নিয়ে যান এবং সুপারকে বলে ভর্তি করান। শনিবার তাকে ঢাকা পিজিতে নেওয়া হবে বলে জানান তার পরিবারের সদস্যরা।
বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী ইসদাইর এলাকার সন্তান। ১৯৭১ সালে মাসদাইর কবরস্থান এলাকায় পাক্হানাদার বাহিনীদের শহরে প্রবেশ পরিধোর গড়ে তোলেন, সেই মুক্তিযোদ্ধাদের একজন মোঃ রুস্তম আলী। আজ তিনি অসুস্থ্য কাউকে চিনতে না পারলেও মুখের দিকে তাকিয়ে থাকে এবং চোখ দিয়ে পানি পড়ে তার আশা তিনি পুনরায় সুস্থ্য হয়ে সকলের মাঝে ফিরে আসবেন। তার পরিবারও চায় নারায়নগঞ্জ শহরে বীরমুক্তিযোদ্ধারা অনেক ধনী ব্যবসায়ী আছেন একটু রুস্তম আলীর দিকে নজর দিলে পুনরায় সুস্থ্য হয়ে উঠবেন। এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনসহ নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমানের নিকট লিখিত আবেদন জানিয়েছেন। আমরা চাই জাতির বীর সন্তান সুস্থ্য হয়ে উঠুক।