যুবলীগ কর্মী খুন॥ আটক-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি) : ফুটপাতের চাঁদাবাজির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের কর্মী জাকির হোসেনকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে ভুলতা তাঁতবাজার হাজী বিরিয়ানীর দোকানের সামনে তাকে এলোপাথাড়ীভাবে কুপিয়ে জখম করে। জীবন বাঁচাতে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সে ফুটপাতের মাটিতে লুটে পড়ে।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিচিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হত্যাকান্ডের ঘটনায় শাহিন মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত জাকির হোসেন উপজেলার ভুলতার ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে।

যুবলীগ কর্মী জাকির হোসেনের মৃত্যু নিশ্চিত করে ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান,  মুখোশধারী শাহিন মিয়াসহ আরো কয়েকজন যুবলীগ কর্মী জাকির হোসেনকে ভুলতা তাঁতবাজার হাজী বিরিয়ানীর দোকানের সামনে এলোপাথাড়ীভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে  জাকির হোসেন জীবন বাঁচাতে দৌড়ে ফুটপাতের সামনে এসে মাটিতে লুটে পরে।

এসময় শাহিন মিয়াসহ তার লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে তার স্বজনরা মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সকাল ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেনের মৃত্যু হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন মিয়া হত্যাকান্ডের ঘটনা স্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  গত কয়েকদিন পূর্বে শাহীন মিয়ার সঙ্গে  জাকির হোসেনের ফুটপাতের চাঁদার টাকা উঠানো নিয়ে বেশ কয়েকবার ঝগড়া হয়। এসময় শাহিন মিয়াসহ তার লোকজন জাকিরকে দেখে নেয়ার হুমকি দেয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন,  ঘটনার সঙ্গে জড়িত  শাহিন মিয়াকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত