নারায়ণগঞ্জ বার্তা ২৪ (আড়াইহাজার প্রতিনিধি) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাত বছরের শিশু মাকসুদুল ইসলাম তুহিন হত্যার ঘটনায় দুই জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত । একই সঙ্গে মরদেহ গুমের অপরাধে ২০১ ধারায় প্রত্যেককে ৩ বছর করে সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড নির্দেশ দিয়েছেন। ২৯ জানুয়ারী সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইনের আদালত এ রায় ঘোষনা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এ রহিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, আড়াইহাজার উপজেলার বগাদি কান্দাপাড়া গ্রামের দন্ত চিকিৎসক নাছির উদ্দীনের ছেলে খড়িয়া ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল মাকসুদুল ইসলাম তুহিন। ২০১৫ সালের ৮ মে বিকেলে বগাদি কান্দাপাড়া গ্রামে বাড়ির সামনে মাঠে খেলতে যায়। এসময় আম ভর্তা খাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয় তুহিনকে। পরের দিন মোবাইলে ফোন করে তুহিনের বাবা নাছির উদ্দীনের কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়।
এ ব্যাপারে নাছির উদ্দীন ৯ মে আড়াইহাজার থানায় একটি মামলা করেন। ১২ মে বিকেলে নরসিংদী থেকে মাহফুজুল ইসলামকে আটক করা হয়। পর তার দেওয়া তথ্য মতে আড়াইহাজার উপজেলার বগাদি গ্রামের একটি ড্রাম থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়। নিজের বাবাকে মারধরের প্রতিশোধ নিতেই এ হত্যাকন্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে তুহিনের চাচাতো ভাই মাহফুজুল ইসলাম।