নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার): সোনারগাঁও উপজেলার ২৭ নং লাধুরচর গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে,গতকাল রবিবার ভুক্তভোগী অভিভাবকগণ লিখিত ভাবে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগ পত্র প্রদান করেন।
অভিযোগে তারা উল্লেখ করেন, এই বিদ্যালয়ে আসার পর থেকে ১ম শ্রেণী হইতে ৫ম শ্রেণীর কোন ক্লাশেই তিনি নিজে ক্লাশ নেননি,যার ফলে ২০১৭ ইং প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটে। সে অভিভাবকদের নিকট থেকে ভর্তি এবং সমাপনী পরীক্ষার নম্বরপত্র দেওয়া বাবদ কৌশলে টাকা আদায় করে নেয়। সে অভিভাবক মোঃ আবুহানিফার নিকট থেকে ভর্তি বাবদ ২০০ (দুইশত) টাকা আদায় করে নেয়। আমাদের মধ্যে এমন অনেক অভিভাবক আছেন যাদের নিকট থেকে ১০০ শত টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত টাকা আদায় করেছেন। জানা গেছে তিনি ৩০ নং পরমেশ্বরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে থাকা অবস্থায় তার বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে ব্যাপক দুর্নীতির অভিযোগ প্রমানিত হয়েছে এবং সেই অভিযোগ পত্রটিও কর্তৃপক্ষের নিকটজমা দেওয়া হয়েছে। শুধু তাই নয় তার আচরণেএলাকাবাসী, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্যন্ত ক্ষুদ্ধ। যার ফলে আমরা অনেক অভিভাবকগনই বিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের ভর্তি করতে অনাগ্রহ প্রকাশ করছি।
এহেনঅবস্থায় এই দুর্নীতিবাজ, অনিয়মিত ও অর্থলোভী শিক্ষক এই বিদ্যালয়ে কর্মরত থাকলে শিক্ষার গুণগত মানউন্নয়নে বাধা সৃষ্টিসহ শিক্ষার সুষ্ঠ ুপরিবেশ বিনষ্ট হবে।তাই এই দূর্নীতিবাজ শিক্ষা ব্যবসায়িকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিয়ে ২৭ নং লাধুরচর গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শত শত কোমলমতি শিক্ষার্থীর সুশিক্ষা গ্রহণে যথাযথ প্রশাসনের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী।