নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নব নিযুক্ত অফিসার ইনর্চাজ কামরুল ইসলাম বলেছেন, একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার জন্য আমার হার্ট এন্ড সোল চেষ্টা থাকবে । মানুষদের সেবা দেয়াটাই যেহেতু পুলিশের দায়িত্ব। সে দায়িত্ব পালনে আমি অটল থাকবো। এজন্য আমি দল-মত র্নিবিশেষে সকলের সহযোগীতা কামনা করছি। গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে সদর মডেল থানায় দায়িত্ব গ্রহণের পর এক সাক্ষাকারে তিনি এসব কথা বলেন।
১৯৯০ সালে পুলিশে যোগ দেয়া এই কমর্তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। ব্যক্তি জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক।তিনি এর আগে ময়মনসিংহ কোতয়ালী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারায়ণগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার মঈনুল হক ময়মনসিংহ জেলার পুলিশ সুপার থাকাকালীন কামরুল ইসলাম কোতয়ালী থানার ওসি ছিলেন। কামরুল ইসলাম ময়মনসিংহ জেলায় দায়িত্ব পালনকালীন সময়ে চৌকশ এই পুলিশ কর্মকর্তা ২৬ বার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন। সর্বশেষ তিনি ২০১৮ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। কামরুল ইসলাম এর আগেও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, প্রায় ৩২ দিন পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন মো. কামরুল ইসলাম। এর আগে ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে শহরের সাধু পৌলের গীর্জার সামনের ফুটপাত খালি রাখতে পূর্ব থেকেই জেলা পুলিশ সুপার মঈনুল হক সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন শাহ পারভেজকে নির্দেশ দেন। কিন্তু নির্দেশ দেয়ার পরও সকালে গির্জায় প্রবেশকালে হকারদের দখলের বিষয়টি দেখে পুলিশের বেতারযন্ত্রে কঠোর ব্যবস্থা না নেয়ার কারণ জানতে চান পুলিশ সুপার। প্রতি উত্তরে ওসি শাহিন শাহ পারভেজ আপত্তিজনক মন্তব্য করলে তাৎক্ষনিক থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এরপর থেকে সদর থানায় ওসির পদটি শূন্য ছিলো যা অবশেষে পূরণ হলো।