নারী গার্মেন্ট শ্রমিকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লায় লাবন্য আক্তার লুভনা (১৮) নামের এক নারী গার্মেন্ট শ্রমিক আত্মহত্যা করেছে। তল্লা ছোট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ২৫ই জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। লাবন্য চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন লদুয়া এলাকার মৃত নিজাম উদ্দিনের মেয়ে। সে প্রাইম জিন্স কালচার লি. এ অপারেটর হিসেবে কাজ করতো।

স্থানীয়রা জানায়, গতকাল রাতে গার্মেন্ট থেকে ফিরে লাবন্য দরজা বন্ধ করে দেয়। এই ছোট কক্ষে সে একাই থাকতো। সকালে সবাই রান্না করার জন্য উঠলেও তাকে দেখা যায়নি। পরে একাধিকবার দরজায় ধাক্কা দিয়ে ডাক চিৎকার করলেও তার সাড়া পাওয়া যায়নি। এতে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। তবে রাতে ওর মায়ের সাথে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া মরদেহটি উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রথমিকভাবে ধারণা করা যাচ্ছে মান অভিমান করে আত্মহত্যা করেছে। তদন্ত প্রতিবেদন দেখে বিস্তারিত বলা যাবে।

add-content

আরও খবর

পঠিত