নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি এড. তৈমূর আলম খন্দকার জামিনে মুক্তি পেয়েছেন। ২৫ ই জানুয়ারী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন। এর আগে দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ ও নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত পৃথকভাবে দুটি মামলায় তৈমূর আলম খন্দকারের জামিন মঞ্জুর করেন।
তৈমূরের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার জানান, হাইকোর্টের বিচারক মো. রেজাউল হক ও খুরশীদ আলম সরকারের বেঞ্চে একটি মামলার শুনানী শেষে জামিন প্রদান করেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান জানান, দুটি মামলার মধ্যে হাইকোর্ট থেকে একটি ও নারায়ণগঞ্জ জেলা জজ আদালত থেকে অপর মামলায় তৈমূর আলম খন্দকারের জামিন মঞ্জুর হয়।
এরআগে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ার বাইরে থেকে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। তখন তার দুটি মামলায় জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরদিন বুধবার নারায়ণগঞ্জ জজ কোর্টে তৈমুর আলমের জামিন আবেদন করা হয়।