নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে নির্বাচনী প্রচারনা চালায়িছেন বিএনপি পন্থী আইনজীবীরা। বুধবার ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সাধারণ আইনজীবীদের কাছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের জহিরুল-ভাষানী প্যাণেলের জন্য ভোটারদের ধারে ধারে গিয়ে প্রার্থনা করেন তারা।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীদের সাথে নিয়ে প্রচারণায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সিনিয়র আইনজীবী এড. জাকির হোসেন, এড. নবী হোসেন, এড. আব্দুল বারী ভূঁইয়া, এড. সরকার হুমায়ুন কবীর, এড. খোরশেদ আলম মোল্লা, এড. মশিউর রহমান শাহীন, এড. আবুল কালাম, আজাদ জাকির, এড. এইচএম আনোয়ার প্রধান, এড. শরিফুল ইসলাম শিপলু, এড. শেখ আনজুম আহমেদ রিফাতসহ বিএনপি পন্থী আইনজীবীরা।
প্যাণেলের সভাপতি প্রার্থী এড. জহিরুল হক, সাধারন সম্পাদক প্রার্থী এড. আব্দুল হামিদ খান ভাষানী, সিনিয়র সহ সভাপতি প্রার্থী এড. রেজাউল করিম খান রেজা, সহ সভাপতি প্রার্থী এড. আজিজ আল মামুন,মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রার্থী এড. জাহিদুল ইসলাম মুক্তা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী এড. নজরুল ইসলাম মাসুম।