নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরে অবৈধভাবে যানবাহনের যত্রতত্র পার্কিং করায় অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। বুধবার ২৪ জানুয়ারি সকাল থেকে পরিচালিত এই অবৈধ পার্কিং উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সরফুদ্দিন। এসময় বঙ্গবন্ধু সড়কে অভিযান চালিয়ে অনেককে প্রথমবারের মত সতর্ক করা হয়েছে। এছাড়াও যারা জেনেশুনে প্রতিনিয়তই পার্কিং করছেন তাদেরকে মামলা ও জরিমানা করা হয়েছে।
এদিকে, চলমান হকার উচ্ছেদ অভিযানে স্বস্তিতে নগরবাসী। শহরের বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে হকার নেই । পুলিশ বলছে নারায়ণগঞ্জ শহরে কোন যানজটই থাকবেনা যদি এই শহর হকারমুক্ত ফুটপাতের পাশাপাশি অবৈধ স্ট্যান্ড ও অবৈধ পার্কিং মুক্ত রাখা যায়। তাহলে আরও স্বাচ্ছন্দে চলাচল করতে পারবে নগরবাসী। এটা হোক পায়ে হেঁটে, রিক্সা কিংবা গাড়িতে চড়ে।
এব্যপারে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সরফুদ্দিন জানায়, নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে নিয়মিত অভিযান। এ অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা সহ ৮টি মামলা হয়েছে। বিবি রোডে অবৈধ পার্কিংয়ের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। শহরকে যানজটমুক্ত রাখতে আমরা এই অভিযান অব্যাহত রাখবো।