নারায়ণগঞ্জ বার্তা ২৪: নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর চিকিৎসা শেষে নারায়ণগঞ্জে ফিরেছেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে প্রবেশ করেই প্রথমে তিনি শহরের মাসদাইর কবরস্থানে বাবা আলী আহাম্মদ চুনকার মাজারে যান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। এবং ঢাকার ল্যাব এইডে তাকে ভর্তি করা হয়। সেখানে ৫ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে ল্যাব এইড হাসপাতালে প্রেস বিফ্রিং করেন মেয়র আইভী। পরে সেখান থেকে সরাসরি তিনি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন।
বর্তমানে মেয়র আইভী বাসায় অবস্থান করছেন। মেয়রকে দেখতে কর্মী সমর্থক ও এলাকাবাসী তাঁর বাসভবনে ভিড় জমান।