নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ২৩ জানুয়ারি নারায়ণগঞ্জ আদালত পাড়ার বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে একটি নাশকতা মামলার পরোয়ানায় গ্রেপ্তার দেখিয়ে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ।
এরপর বিকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে হাজির করা হয়। এসময় তৈমুর আলমের আইজীবীরা তার জামিন প্রার্থনা করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, তিনি আইনজীবী সমিতি নির্বাচনকে সামনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে প্রচারণা করছিলেন। গ্রেপ্তারের সময় বিএনপিপন্থী আইনজীবীদের সংঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশের লাঠি ও অস্ত্রের আঘাতে আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য আঞ্জুম আহমেদ রিফাত, আসন্ন নির্বাচনে প্রার্থী রেজাউল করিম খান রেজা, আজিজুর রহমান মোল্লা, শরীফুল ইসলাম শিপলুসহ কমপক্ষে ১০ আইনজীবী আহত হন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে দু’টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ছিলো। একটি বিশেষ ট্রাইবুনালের মামলা ও আরেকটি জিআর মামলা। এর মধ্যে সদর থানার একটি মামলায় ২০১৫ সাল থেকে তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে।
বিএনপি নেতাকর্মীরা জানান, আদালতপাড়ার বাইরে আয়কর অফিসের সামনে তিনি নির্বাচনী প্রচারণার সময় পুলিশ তৈমূরের কলার চেপে টেনে হিচড়ে গাড়িতে তুলে নেয়। নেতাকর্মীরা বাধা দিতে গেলে তাদেরও দূরে সরিয়ে দেয় পুলিশ।তাদের মতে, একজন আইনজীবীকে ওসি টেনে হিচড়ে নিয়ে যাওয়ার এ ঘটনা ন্যাক্কারজনক।
এদিকে, এ ঘটনার পতিবাদে আদালত পাড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান তৈমুর আলম খন্দকারের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন।