নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হকার ইস্যুতে উত্তপ্ত নারায়ণগঞ্জ নগরী। নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সমর্থিত লোকজনদের সঙ্গে হকার সমর্থিত লোকজনদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জের এ সংঘর্ষেও ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মোস্তাফিজুর রহমান এ কথা জানান।

অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, উভয় পক্ষের কিছু সমর্থকদের ইট পাটকেলের মাধ্যমে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ অল্প সময়ের মধ্যেই পৌছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কমিটির সদস্যরা হচ্ছেন- অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও র‌্যাব-১১ এর সহকারী পরিচালক বাবুল আখতার। তাদেরকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া সার্বিক ঘটনার বিবরণ দিয়ে পুলিশের পক্ষ থেকে একটি ডায়েরী করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত