নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : গতকাল নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সমর্থিত লোকজনদের সঙ্গে হকার সমর্থিত লোকজনদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু সড়কে এ ঘটনায় অন্তত ৩০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার সময় প্রশাসনের নিস্ক্রীয় ভুমিকার কারণে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রত্যাহার দাবি করেছেন।
গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এ নিয়ে প্রেস ব্রিফিং করে মেয়র আইভী। এসময় তিনি বলেন, প্রকাশ্যে এক ঘন্টা আমার উপর সশস্ত্র হামলা করা হলো। আমাকে রক্ষা করার জন্য নেতাকর্মীরা নিরাপত্তা বলয় তৈরী করে মার খাচ্ছিল, এবং একে একে তারা আহত হচ্ছিল, আমি আহত হলাম। সাংবাদিক আহত হলো, অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হলো অথচ পুলিশ নিরব ভুমিকা পালন করলো। এটা মেনে নেয়া যায় না। শুধু তাই নয়, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তাও আবার ক্ষমতাসীন দলের মেয়র রাস্তার মার খাচ্ছে পুলিশ দাড়িয়ে দেখছে। কাদের ঈশারায় প্রশাসন এমন ভুমিকা পালন করেছে। আমি ডিসি ও এসপির প্রত্যাহার দাবি করছি।
প্রেস বিফ্রিং শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান প্রেস ক্লাবে গিয়ে আইভীর সাথে দেখা করতে গেলে উত্তেজিত হয়ে উঠেন উপস্থিত সবাই। এসময় তারা উচ্চস্বরে বলতে থাকেন, রাস্তায় নিরব দাড়িয়ে তামাশা দেখেছেন, এখন কেন এসেছেন? চলে যান, আপনাদের সাথে কোন কথা বলবে না আপা। তখন অতিরিক্ত পুলিশ সুপার প্রেসক্লাবের সভাপতির রুম থেকে বেরিয়ে যান।