নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রিয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, যৌন হয়রানী প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ই জানুয়ারী বিকেলে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান।
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নির্মূল সহ একাধিক গুম, খুন, অপহরণ মামলার রহস্য উদঘাটনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ছিলো সবসময়ই তৎপর। আর এধরনের সফল কর্মকান্ডে বরাবরই তাঁরা সাহসিকতার প্রমান দিয়ে জেলার সুনাম অক্ষুন্ন রেখেছে। এজন্য ভবিষ্যতে তাদের অগ্রগতির লক্ষ্যে অনুপ্রেরণীত করতে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর পক্ষ থেকে জেলা পুলিশের ৫ সদস্যকে এই অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়েছে।
তারা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শরফুদ্দিন আহমেদ, সহকারি পুলিশ সুপার (খ সার্কেল) আব্দুল্লাহ আল মাসুদ, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন, পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান ও রূপগঞ্জ ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক সেলিম মিয়া।
সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পরিচালনায়, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, র্অথ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন ও র্ধম বিষয়ক সম্পাদক সাগর মোল্লা এর সার্বিক তত্ত্বাবধায়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারি পরিচালক বিপ্লব কুমার মোদক, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহিন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানী, তোলারাম কলেজের ছাত্রলীগ সভাপতি রিয়াদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। এত সুন্দর অনুষ্ঠান ইতিপূর্বে কেউ করেনি। আমার রাজনীতিবিদ ভাইয়েরা মাদক প্রতিরোধে অনেক সুন্দর সুন্দর কথা বললেন। তারাও মাদক প্রতিরোধে সমাজে ব্যপক ভূমিকা পালন করেন। নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব আমার সহকর্মীদের সম্মাননা দিয়েছেন, এজন্য আমি ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আমরা পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের এমন সম্মাননা পেয়ে ভাল কাজ করতে আরও উদ্বুদ্ধ হয়েছি।
মানব কল্যান পরিষদের চেয়ারম্যান এম.এ মান্নান ভূঁইয়া ও নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন, পরিদর্শক অপারেশন মজিবুর রহমান, রূপগঞ্জ ভোলাব তদন্ত কেন্দ্রের পরিদর্শক সেলিম মিয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক, দৈনিক ইয়াদের সম্পাদক তোফাজ্জল হোসেন, দৈনিক বিজয়ের সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।
এছাড়াও নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক অগ্রবানী প্রতিদিনের সহকারি সম্পাদক উত্তম সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, সহ সাংগঠনিক সম্পাদক হাসান মজুমদার বাবলু, দপ্তর সম্পাদক মাসুদ রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আরজু, মিজানুর রহমান, রবিউল ইসলাম, জুয়েল আলী, রনি, তৌকির আহমেদ রাসেল, সুলতান মাহমুদ ও আক্তার হোসেন।