কাউন্সিলর আব্দুল করিম বাবু ব্যর্থ কোথায়, মাননীয় মেয়র জানতে চাই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নাসিক মেয়র আইভীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও নগর ভবন ঘেরাও করেছে ১৭নং ওয়ার্ডবাসী। ১৫ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১১ টায় তারা নগর ভবনের সামনে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।

এ কর্মসূচি পালনে সকাল ১১ টায় ১৭নং ওয়ার্ডের পাইকপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে যুবক, মহীলা, বয়জৈষ্ঠ, ছাত্রলীগ, যুবদল ও স্কুল শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশত মানুষ জিমখানা আলাউদ্দিন খান সিটি স্টেডিয়ামের মাঠে জড়ো হয়। পরে সেখান থেকে মিছিল করে সিটি করপোরেশনের প্রধান ফটক ঘেরাও করে সড়ক অবরোধ করেন মিছিলকারীরা। এসময় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুকে নিয়ে মেয়র আইভীর বক্তব্য প্রত্যাহার করতে বিভিন্ন শ্লোগানগান দেয় ওয়ার্ডবাসী।

এসময় বিক্ষোভকারীদের হাতে মেয়র আইভী বিরোধী নানা শ্লোগান সম্বলিত প্ল্যার্কাড দেখা গেছে। প্ল্যার্কাডগুলোতে লেখা ছিল, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ব্যর্থ কোথায়, মাননীয় মেয়র জানতে চাই। ২০১৪ থেকে ২০১৬ইং সাল পর্যন্ত ১৭নং ওর্য়ার্ডের সাবেক কাউন্সিলর পুরোপুরি ভাবে অকার্যকর ছিলেন, বিভিন্ন অবহেলায় ৩টি বৎসর আমরা কাটালাম তখন আপনার এই সিদ্ধান্ত কোথায় ছিল? এই ধরনের সিদ্ধান্ত  আপনি কোন নোটিশ ছাড়া একাই নিতে পারেন না, সংবিধানের কোন অধ্যায়ের কোন অনুচ্ছেদে আছে তা, ১৭নং ওয়ার্ডবাসী জানতে চায়? সহ নানা ধরনের লেখা সম্বলিত প্ল্যার্কাড বহন করে সমাবেশে আসা লোকজন।

এ বিষয়ে ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করীম বাবু বলেন, আমি এই ওয়ার্ডে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বচিত হয়েছি। ১৭ নং ওর্য়াডবাসী ক্ষোব্দ। মেয়র মহোদয় যা বলেছেন তা সর্ম্পূণ মিথ্যা ও বানোয়াট। এ কথার প্রতিবাদের জন্যই তারা আজকে মাঠে নামছে। আর এ কর্মসূচী পালন করেছে।

প্রসঙ্গত, ৯ জানুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জের দেওভোগে নির্মাণাধীন লেকের উন্মুক্ত মঞ্চে নাসিকের এক বছর পূর্তি অনুষ্ঠানে মেয়র আইভী বলেছেন, আজকে আমাদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার জন্য বাবুকে বলা হয়েছিল কিন্তু অনুষ্ঠানের ৫ মিনিট আগে তিনি জানিয়েছেন তার স্যাটেলাইট সমস্যা দিচ্ছে সম্প্রচার করা যাবেনা। তিনি আজকে এখানে আসেননিও। আমি ১৭নং ওয়ার্ডের আর কোন কাজ বাবুকে দিয়ে করাবোনা। এই ওয়ার্ডের সকল কাজ করবেন প্যানেল মেয়র-১ সংরক্ষিত কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান। বিভাকে দিয়েই আমি এই ওয়ার্ডের সকল কাজ করাবো।

add-content

আরও খবর

পঠিত