নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১৫ জানুয়ারি সোমবার বিকেলে নগরীর নবাব সলিমুল্লাহ সড়কে হকার্স সংগ্রাম পরিষদ কতৃক আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শামীম ওসমান সিটি কর্পোরেশন, ডিসি ও এসপিকে ২৪ ঘটনার আল্টিমেটাম দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেছেন, এখন বাজে বিকেল সাড়ে ৪ টা। আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার মধ্যে হকার সমস্যার সমাধান করবেন।
যদি সমাধান দিতে না পারে তাহলে আপনারা (হকাররা) মঙ্গলবার বিকেল ৫ টা থেকে যার যার অবস্থানে দোকান নিয়ে বসবেন। তার পর যদি পুলিশ বা সিটি কর্পোরেশনের কেউ লাঠিপেটা করা দূরে থাক, হকার ভাইদের একটা গালিও দেয় তার পরিমান হবে ভয়াবহ। এটা শামীম ওসমানের অনুরোধ বা অনুনয় বিনয় নয়। এটা শামীম ওসমানের নির্দেশ।
এ সময় তিনি ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, আপনারা সার্বক্ষনিক নজর রাখবেন। হকারদের উচ্ছেদ করতে যেই আসুক তাদের প্রতিরোধ করবেন।
দিনের বেলাতে দোকান না বসিয়ে বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দোকানদারী করতে হকারদের প্রতি আহবান জানিয়ে সাংসদ আরও বলেন, দোকানদারী করবেন, তবে কাউকে এক পয়সাও চাঁদা দিবেননা। সরকারী বা বেসরকারী কেউ চাঁদা চাইতে এলে তাকে বেঁধে রেখে আমাকে খবর দিবেন।