নারায়ণগঞ্জ বার্তা ২৪(রূপগঞ্জ প্রতিনিধি ): অপহরণের ছয় দিন পর শুক্রবার দুপুরে রাজধানীর টিকাটুলি থেকে সালমা খাতুন নামে গৃহবধুকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার তারাব সুলতানবাগ এলাকা থেকে অপহরণকারী মাহবুব মিয়াকে গ্রেফতার করা হয়। মাহবুবের স্বীকারোক্তি অনুযায়ী গৃহবধু সালাম খাতুনকে উদ্ধার করা হয়।
গৃহবধুর পিতা আব্দুল হক জানান, গত ৩ বছর আগে তারাব পোড়াবাড়ি এলাকার শাহ আলমের ছেলে শাহাদাত হোসেনের সঙ্গে তার মেয়ে সালমা খাতুনের বিয়ে হয়। শাহাদাত হোসেন ও মাহাববু নামে এক যুবক শবনম ভেজিটেবল কারখানায় একই সাথে চাকুরি করতো। চাকুরি করার সুবাদে শাহাদাতের সঙ্গে মাহাবুবের সু-সম্পর্ক গড়ে উঠে। সু-সম্পর্কের কারনে শাহাদাত হোসেন বাড়িতে না থাকার সময়ে মাহাবুব বাড়িতে গিয়ে সালমা খাতুনকে কু-প্রস্তাবসহ বিভিন্ন প্রলোভন দেখাতো। এসবে রাজি না হওয়ায় সালমা খাতুনকে অপহরণসহ প্রাণনাশের হুমকি দিতো মাহাবুব। সালমা খাতুন বিষয়টি তার স্বামীকে জানায়। পরে শাহাদাত হোসেন তার স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়।
গত ৬ জানুয়ারী মাহাবুবসহ অজ্ঞাত ৩ থেকে ৪ জন সালমা খাতুনকে জোরপুর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আব্দুল হক বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গ্রেফতারকৃত মাহাবুব মিয়া পিরোজপুর জেলার নেছারাবাদ থানার টিলতালা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। গৃহবধু সালমা খাতুনকে উদ্ধার ও অপহরণকারী মাহাবুব মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ
থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন।