নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার শিবু মার্কেট রেললাইন বট তলা এলাকায় এ্যাডভান্স পাবলিকেশন্স এর লেকচার গাইড নকল করে মূল কোম্পানিকে ধোকা দিয়ে পাইরেসী করার দায়ে নাজমুল হাসান সোহাগ, সেন্টু ঢালীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রবিউল ইসলাম ।
এ মামলার অভিযোগে জানাযায়, ফতুল্লা রেল লেইন বটতলা এলাকায় নাজমুল ইসলাম সোহাগ (৩২),সেন্টু ঢালী এরা দীর্ঘদিন যাবৎ লেকচার গাইড কোপম্পানির লগো নাম ব্যবহার করে নকল বই পাইরেসী প্রস্তুত করে বাজার জাত করন করে আসছে। এই লেকচার কোম্পানির আসল ফিল্ড অফিসার রফিকুল ইসলাম হাতে নাতে ঐ প্রতারক চক্রকে সনাক্ত করে পুলিশ খবর দেয় ।
১১ জানুয়ারী দুপুর ১টায়। এসময় নাজমুল হাসান সোহাগ ও সেন্টু ঢালীকে আটক করে থানায় মামলা দেয়। সেন্টু মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানাথীন এলাকার মো. শাহজাহান ঢালীর ছেলে। সোহাগ কুমিল্লা জেলার মেঘনা থানার মৃত আবুল হোসেনের ছেলে ।