মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমি ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : খেলা ধুলায় মগ্ন থাকি মাদক মুক্ত সমাজ গড়ি- এই প্রত্যয়ে মাদক বিরুধী প্রতিবাদি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৮ এর সেমি ফাইনাল ও তৃতীয় নির্ধারিত খেলাটি ১০ই জানুয়ারি বুধবার সন্ধ্যায় মাসদাইর পতেঙ্গার মাঠে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাসদাইর মাদকত নিমূল কমিটির আহবায়ক প্রধানমন্ত্রীর পদকপ্রাপ্ত যোদ্ধাহত  বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মোস্তফা,যুগ্ন আহবায়ক মো: বজলুর রহমান,সদস্য মো: মনির হোসেন ও মো: আনোয়ার হোসেন।

উক্ত অনুষ্ঠানে অতিথিদের  হিসাবে আসন অলংকৃত করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদ আলম খন্দকার খোরশেদ,এনায়েত নগর ইউনিয়ন এর  ৮নং ওয়ার্ড মেম্বার আতাউর প্রধান, মো: নিজাম, মো: হক মুন্সি মেহেবুব ভুইয়া, মো: জাহাঙ্গির ও মো; নজরুল। অনুষ্ঠানের সার্বিক  তত্তাবধানে ছিলেন, ইয়াসির, শাহীন,জোবায়ের,তানভীর,সোহাগ ও মেহেদী। খেলা পরচিালনায় ছিলেন,সজিব, সাগর, মুরাদ, সাকিব, তুষার, ইব্রাহীম, জয়, টুটুল, রামিন, রাহাত, বাবু, সাব্বির ও বাপ্পি।

মাদক কোন বিনোদন নয় খেলাধুলাই বিনোদনের উৎকৃষ্ঠ মাধ্যম তাই এই মাদক বিরুধী প্রতিবাদী টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টর মাধ্যেমে মাদক নিমূল কমিটির আহবান ছিল দল যার যার সমাজ সবার সকলে মিলে মাদকের বিরুদ্ধে সচ্চার হই।উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা ১২ই জানুয়ারী রোজ শুক্রবার মাসদাইর পতেঙ্গার মাঠে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে।

add-content

আরও খবর

পঠিত