নারায়ণগঞ্জ বার্তা ২৪( নিজস্ব সংবাদদাতা ): ফতুল্লার বক্তাবলী এলাকায় এক সোর্সের বউয়ের সাথে পরকিয়া প্রেমের সম্পর্কের জের ধরে আরেক সোর্স দোলেয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করেছে আলমগীর হোসেন ও তার সহযোগিরা। এ ঘটনা ঘটেছে গত ৫ জানুয়ারী সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টার মধ্যে। এব্যাপারে নিহত দোলোয়ার হোসেনের স্ত্রী শিল্পী আক্তার (২৭) ফতুল্লা মডেল থানায় গত রোববার রাতে হত্যা মামলা দায়ের করেছে। এই মামলায় আলমগীরসহ ৩জনের নামে মামলা দায়ের করেছে। মামলা নং-৩০(১)১৮।
এ মামলার অভিযোগে জানাযায়, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের গোপাল নগর এলাকার মৃত মো.আলম চাঁনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩০)। সে শিল্পী আক্তারের স্বামী। দেলোয়ার হোসেন ব্যাটারী চালিত অটোরিক্সা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ করে লক্ষীনগর এলাকার মো. আলমগীর হোসেনের যোগসাজসে নারায়ণগঞ্জ জেলা ডিবি‘পুলিশের সোর্সের কাজ করে। ফলে আলমগীরের সাথে দেলোয়ারের সম্পর্ক ভালো হয়। সোর্স আলমগীর এর স্ত্রীর সাথে পরকিয়া প্রেম চলে দেলোয়ারের এমন অভিযোগ তুলে দু‘জনের মধ্যে বিরোধ চলে আসছে।
গত ৫ জানুয়ারী সকাল ৬টায় দেলোয়ার হোসেন কে আরেক সোর্স আলমগীর তার বন্ধু ফয়সাল(৩০),শফিক (৩২) বাসা থেকে ডেকে নেয়। এরপর তার কোন সাড়া পাওয়া যায়নি।ঐ দিনেই লক্ষীনগর মেসার্স আশিক ব্রিক ফিল্ড এর পশ্চিম পাশে শ্রমিক (কর্মচারী) থাকার পরিত্যাক্ত চাটাই ঘরে দেলোয়ারের রক্কাক্ত মাখা মৃত দেহ দেখতে পায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে লাশ চিনতে পালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ টি মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহত দেলোয়ারের স্ত্রী শিল্পী আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সোর্স আলমগীরসহ তিনকে আসামী করে মামলা দায়ের করেছে। আলমগীর লক্ষীনগর এলাকার হযরত আলীর ছেলে, শফিক রাজাপুর এরাকার মজিবুর রহমানের ছেলে। ফয়সাল গোপালনগর এলাকার নুরু মিয়ার ছেলে।