নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়ায় কুমিল্লা হইতে ঢাকা যাওয়ার পথে একটি গাজা ভর্তি পিকাপ ( ঢাকা মেট্রো ন-১৫-১৪৩৭ ) গাড়িটি আটক করেছে কাচঁপুর হাইওয়ে পুলিশ । ৩রা জানুয়ারী বুধবার দুপুরে এ অভিযানের সময় কৌশলে চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে গাড়িটি কাচপুর হাইওয়ে থানা পুলিশ ও র্উধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় সংবাদ কর্মীদের সম্মুখে গাড়ীটি তল্লাশি চালিয়ে পিকাপের বডির ভিতরে প্যাকেট করা অবস্থায় ৬৩ বান্ডেল গাজা উদ্ধার করে। যার ওজন প্রায় ৭০কেজি আনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা এবং জব্দকৃত গাড়ীর মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের সার্কেল এএসপি আক্তারুজ্জামান, ওসি কাইয়ুম আলী সরদার, ওসি তদন্ত আলী রেজা, টিআই জাহাঙ্গীর আলম,সার্জেন্ট মাহাবুব,এ সআই আব্দুল আলিম, এএসআই কুদ্দুস ফকির, এএসআই রিপন বড়ুয়া, এএসআই মিজান, মুন্সি আল মামুন সহ স্থানীয় গণমাধ্যমকর্মী।
এসময় ওসি কাইয়ুম আলী সরদার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকা থেকে প্রায় ৭০ কেজি গাজা সহ পিকাপ উদ্ধার করা হয়েছে। আমার নেতৃত্বে ওসি তদন্ত আলী রেজা, টিআই জাহাঙ্গীর আলম, এসআই আব্দুল আলিম ও সঙ্গিয় ফোর্স নিয়ে আমরা এ অভিযান পরিচালনা করি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কাচঁপুর হাইওয়ে পুলিশ।