শামীম ও তানভীরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নিউজ নারায়ণগঞ্জ পরিবার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ টোয়েন্টি ফোর ডটকম এর সম্পাদক শাজাহান শামীম ও নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা হয়রানিমূলক মামলায় উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নিউজ নারায়ণগঞ্জ ডট নেট পরিবার।

তারা অনলাইন মিডিয়ার বিরুদ্ধে এ ধরনের মামলা দায়েরের ঘটনা সংবাদপত্র জগতকে পদাঘাত করার শামিল বলে মনে করেন। অনলাইন মিডিয়ার কন্ঠরোধ করতেই এ ধরনের মামলা তদন্ত ছাড়া প্রশাসন গ্রহন করছে। অবিলম্বে সাংবাদিক শামীম ও তানভীরের বিরুদ্ধে এ মামলা প্রত্যাহারের দাবী জানান। একই সঙ্গে দেশের সকল অনলাইন মিডিয়াকে এক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তারা বলেন, এখনইিএ ধরনের মামলার বিরুদ্ধে অবস্থান গ্রহন না করলে ভবিষ্যতে মিডিয়া জগত তার স্বাধীনতা হারাবে।

বার্তা সম্পাদক হাফিজুর রহমান মিন্টু বলেন, ৫৭ ধারা আইনটি একটি কালো আইন। সংবাদপত্রকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রন করতেই এ আইন প্রনোয়ন করা হয়েছে। যার ফলশ্রুতিতে চিহিৃত সন্ত্রাসী একটি জনপ্রিয় নিউজ পোর্টালের বিরুদ্দে মামলা করার দৃষ্টতা দেখিয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।

add-content

আরও খবর

পঠিত