ছেলে মেয়েদের নম্র, ভদ্র সুশিক্ষিত করুন: ডিসি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাব্বি মিয়া বলেছেন, উচ্চ পর্যায়ে ছেলে মেয়েকে দেখতে চাইলে তাদের নম্র ভদ্র সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে আপনার সন্তানরা আপনাকে সম্মান করবে না, মুখে মুখে কথা বলবে। সন্তানের ভবিষ্যৎ স্বপ্নকে বাস্তবে তুলতে তাদের সবচেয়ে প্রিয় বন্ধু হিসেবে থাকতে হবে। বাহিরে বা মনের ভিতরে যে কোন কথা আপনার কাছে যেন শেয়ার করতে পারে, সেটা আপনার অভিভাবকের প্রথম দায়িত্ব। ইংরেজী নববর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের মধ্য বই বিতরণ ছিল সরকারের নতুন বছরের প্রথম সফলতা। সেই সফলতাকে সজাগ রেখে সারা বছরের পড়াশুনা করে উচ্চ নম্বর পাওয়ার আশা রাখি। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের শিক্ষার্থীদের মধ্য বই বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক মোঃ আঃ বারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভাপতি নাজমুন নাহার।
বছরের প্রথম দিনে দেশব্যাপী বই উৎসব কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। সকাল থেকেই বিদ্যালয়গুলোতে বই উৎসবের আয়োজন করা হয়।

add-content

আরও খবর

পঠিত