নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ সংলগ্ন বাগান বাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিনি পারভিন ওসমান রেস্টুরেন্টের ফটকের ফিতা কেটে এই রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করেন। পরে রেস্টুরেন্টের ভিতরে মিলাদ ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে রেস্টুরেন্টটি।
এসময় উপস্থিত ছিলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কন্যা আইরীন ওসমান ও আফরিন ওসমান, বাগান বাড়ি রেস্টুরেন্টের মালিক নুর মোহাম্মদ, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, দন্ত চিকিৎসক হাবিব, জিল্লুর রহমান লিটন, জাহাঙ্গীর প্রমুখ।