বৃহস্পতিবার ছাত্র ফেডারেশনের জেলা সম্মেলন

নারায়ণগঞ্জ বার্তা ২৪: বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৫ম সম্মেলন আজ বৃহস্পতিবার। সম্মেলন উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত। সন্ত্রাস, মাদকমুক্ত, গণতান্ত্রিক শিক্ষাঙ্গন ও সমাজ প্রতিষ্ঠায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এবারের সম্মেলনের মুল দাবি হিসেবে রেখেছে ছাত্র সংগঠনটি।

সম্মেলন নিয়ে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক ইলিয়াস জামান বলেন, নারায়ণগঞ্জবাসীকে ছাত্র ফেডারেশনের ৫ম জেলা সম্মেলন অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। লিফলেট, পোস্টার, দেয়াল লিখন সকল মাধ্যমেই প্রচারনার কাজ আমরা চালিয়েছি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা প্রচারের কাজ অব্যহত রেখেছি। সন্ত্রাস-মাদকমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন ও সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে একটি নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক শুভ দেব জানান, নারায়ণগঞ্জে মাতৃভাষায় একমুখি শিক্ষা কায়েমের লক্ষে ২০০৮ সাল থেকে ছাত্র ফেডারেশন কাজ করে যাচ্ছে। ভর্তি বানিজ্য, ছাত্র সংসদ নির্বাচন বিহীন অগণতান্ত্রিক শিক্ষাঙ্গন এসবের বিরুদ্ধে আমাদের সংগঠন ধারাবাহীকভাবে কাজ করে যাচ্ছে।

এবারের সম্মেলনের ডাক হিসেবে যে দাবী গুলো আমরা রেখেছি তার মধ্যে অন্যতম এবং নারায়ণগঞ্জের সকল ছাত্র-ছাত্রীর প্রাণের দাবী। তা হলো নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয়ে রূপন্তরের দাবী। কারণ, একটি বিশ^বিদ্যালয়ের অভাবে নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য অনেক অর্থ খরচ করে ঢাকা অথবা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে পড়াশোনার জন্য যেতে হয়। এতে করে একদিকে যেমন সময় অপচয় হয় তেমনি অন্য দিকে পড়াশোনার ব্যয় বৃদ্ধি পায়। তাই যদি নারায়ণগঞ্জে একটি পুর্ণাঙ্গ বিশ^বিদ্যালয়ে রূপান্তার করা হয় তবে অনেক মেধাবী ছাত্ররা পড়াশোনার সুযোগ পাবে।
প্রসঙ্গত, সন্ত্রাস-মাদকমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন ও সমাজ প্রতিষ্ঠায় ছাত্র সংসদ নির্বাচন এবং নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয়ে রূপন্তরের দাবীকে সামনে রেখে আয়োজিত হতে যা”েছ এবারের সম্মেলন।
২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০ টায় উদ্বোধনী সমাবেশ ও র‌্যালীর মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা এবং সভাপতিত্ব করবেন ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।

২৯ ডিসেম্বর বিকেল ৩.৩০ মিনিটে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
২য় দিনের আলোচনা পর্বে আলোচক হিসেবে থাকছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি,সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি,ব্যরিস্টার জ্যোর্তিময় বড়ুয়া,গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক তরিকুল সুজন,নারী সংহতি জেলার সম্পাদক পপি রাণী সরকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ছাত্র নতা জাহিদ সুজন।
অক্টোবরে সম্মেলন প্রস্তুত উপকমিটি গঠনের মাধ্যমে সম্মেলনের ডাক দেয় এ ছাত্র সংগঠন। এ কমিটির আহ্বায়কে হিসেবে আছেন মশিউর রহমান খান রিচার্ড, আরিফ হোসেন নয়ন এবং শুভ দেব।

add-content

আরও খবর

পঠিত