জেলা পুলিশকে ৬টি পিকাপভ্যান দেওয়ার ঘোষণা সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জ জেলা পুলিশকে ৬টি পিকাপভ্যান দেওয়ার ঘোষণা দিয়েছেন বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। যার মধ্যে বিকেএমইএ পর পক্ষ থেকে ২টি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ২টি,  মেট্রো গ্রুপের স্বত্তাধিকারী অমল পোদ্দারের পক্ষ থেকে ১টি এবং বিগত দিনে বিকেএমইএ এর পক্ষ থেকে জেলা পুলিশকে প্রদান করা পুরাতন পিকাপ ভ্যান গুলো বিক্রি করে নতুন একটি পিকাপ কিনে মোট ৬টি পিকাপভ্যান প্রদান করার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়াও নারায়ণগঞ্জ ভিআইপি ডিউটি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর কাছে আরো ২টি নতুন গাড়ির দাবী রেখেছেন এমপি সেলিম ওসমান। পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানার জন্যে নতুন গাড়ি দাবী করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

বুধবার সকাল থেকে মন্ত্রী প্রথমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে নির্মিত রিজিলিয়ান্স নামের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ও জামদানি পণ্য উৎপাদন কেন্দ্র, ৬ তলা বিশিষ্ট সেল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আধুনিক মিলনায়তন উদ্বোধন ও সবশেষ সদর উপজেলার ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে ফায়ার সার্ভিস উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আধুনিক মিলনায়তনটি সম্পূর্নভাবে সংসদ সদস্য সেলিম ওসমানের আর্থিক সহযোগীতায় নির্মাণ করা হয়েছে।

জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদউদ্দিন আহম্মদ চৌধুরী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল কামরুল হাসান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ সহ সভাপতি(অর্থ) হুমায়ন কবির খান শিল্পী, পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত