না:গঞ্জ বিএনপি নেতা হানিফ কবির এর আজ ৫ম মৃত্যুবার্ষিকী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সর্ব আলোচিত নারায়ণগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত বিএনপি নেতা হানিফ কবির এর আজ ৫ম মৃত্যুবার্ষিকী। ছাত্রজীবন থেকে শুরু করে আমৃত্যু রাজপথে থাকা এই জাদরেল নেতার আত্মার মাগফেরাত কামনায় তাঁর কবর জিয়ারতের জন্য অদ্য সকাল ১১টায় মহানগর বিএনপি’র বর্তমান সভাপতির নেতৃত্বে শহরের মাসদাইর কবরস্থানে সমবেত হবেন দলের নেতাকমী ও সমর্থকবৃন্দ।

সূত্রমতে, প্রয়াত এই রাজনীতিবিদ মোঃ হানিফ কবির এর জন্ম ২রা এপ্রিল ১৯৪৩ খ্রীষ্টাব্দ। ১৬/১ মিশনপাড়াস্থ বিশিষ্ট আইনজীবি মরহুম আব্দুল আলীর ছেলে এই হানিফ কবির ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী বিচক্ষণ এবং বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী।

সরকারী তোলারাম কলেজের ১৯৬৬-৬৭ বর্ষে জিএস এবং ১৯৬৭-৬৮ বর্ষে কলেজের ভিপি ছিলেন তিনি। এছাড়া স্থানীয় আইন কলেজেও তিনি একবার জিএস এবং পরে ভিপি পদে নির্বাচিত হন। এরই ধারাবাহিকায় নেতৃত্বের ক্রমাগত পদোন্নতিতে এক সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সহ-সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নির্বাচিত হন তিনি।

পেশাগত পরিচয়ে তিনি ছিলেন নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর সাবেক পরিচালক। অপরদিকে সামাজিক পরিচয়ে এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর তিনি ছিলেন লাইভ গভর্নর এবং প্রাক্তন সভাপতি। এছাড়া মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের চেয়াম্যান ছিলেন তিনি। তাঁর এই ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত