মুক্তিযোদ্ধা নাম ব্যবহার করে বিচার ব্যবসা করছে : সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদের কল্যানে ৩ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। যার মধ্যে এ বছরের ৩০ ডিসেম্বর বন্দর সমরক্ষেত্র মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ১ কোটি টাকা এবং পরবর্তীতে ২০১৮ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন আরো ২ কোটি টাকা মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের মাধ্যমে এই টাকা প্রদান করা হবে।

নারায়ণগঞ্জ সদর, বন্দর, ফতুল্লা, ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার মুক্তিযোদ্ধাদের মাঝে এ অর্থ বিতরণ করা হবে। পর্যায়ক্রমে এই চারটি থানা এলাকার স্বচ্ছল এবং অস্বচ্ছল সকল মুক্তিযোদ্ধার মাঝে এই সহযোগীতা পৌছে দেওয়া হবে বলে জানিয়েছেন এমপি সেলিম ওসামন। সেই সাথে তিনি সহযোগীতার উক্ত টাকা দিয়ে মুক্তিযোদ্ধা সমবায় সমিতি বা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির মাধ্যমে ব্যবসা পরিচালনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের দ্বিতীয় তলায় এমপি সেলিম ওসমানের উদ্যোগে নারায়ণগঞ্জ সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকার মুক্তিযোদ্ধাদের সাথে মধ্যাহ্ন ভোজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
ইতোপূর্বে ২০১৭ সালের ২৫ মার্চ বন্দর সমরক্ষেত্র মাঠে ২০০জন অসহায় মুক্তিযোদ্ধার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি টাকা দিয়ে সহযোগীতা করে ছিলেন এমপি সেলিম ওসমান।

তিনি আরো বলেছেন, অচীরেই নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন হবে। সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য যে জমি বরাদ্দ দেওয়া হয়েছে তার দ্বিগুন নারায়ণগঞ্জের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩ তলা ভবনের মধ্যে ২টি ফ্লোর ভাড়া দেওয়া হয়েছে। যা থেকে প্রতি মাসে একটি আয় হবে। আমি মুক্তিযোদ্ধা সংসদের প্রতি অনুরোধ করবো যাতে করে আয়ের ওই অর্থ সরাসরি সরকারের কোষাগারে চলে না যায়। আয়ের ওই অর্থ দিয়ে যেন নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে করে মুক্তিযোদ্ধাদের প্রতি মাসে কিছু না কিছু আয় হবে।

তিনি আরো বলেন, কতিপয় ব্যক্তি মুক্তিযোদ্ধা নামটি ব্যবহার করে নারায়ণগঞ্জ শহরে বিচার ব্যবসা করে যাচ্ছে। বিভিন্ন সভা সমাবেশ চলাকালে জনপ্রতিনিধিদের কানে কানে কথা বলেন। আসলে তিনি নিজের ব্যক্তিগত কথা বলেন আর মানুষকে বুঝাতে চান তিনি ওই জনপ্রতিনিধিকে পরিচালনা করছেন। পরবর্তীতে সেটি পুঁজি করেই তারা বিচার ব্যবসা করে যাচ্ছেন। আমি তাদের প্রতি অনুরোধ করবো এগুলো বন্ধ করে সঠিক পথে আসুন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেন। নয়তো আমি সকল মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি আহবান রাখছি যারা মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে বিচার ব্যবসা করবে, মুক্তিযোদ্ধাদের সাইনবোর্ড ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিলের পাঁয়তারা করবে তারা মুক্তিযোদ্ধাদের সাথে নেই বলে ঘোষণা দিবেন। যদি মুক্তিযোদ্ধা নামটি ব্যবহার করা করে কোন কিছু করা হয় তাহলে যেন সেখানে সকল মুক্তিযোদ্ধার অংশ থাকে।

add-content

আরও খবর

পঠিত