ওসি পরিবর্তনের সাথে সাথে পাল্টে গেল দৃশ্যপট

নারায়ণগঞ্জ বার্তা ২৪: ওসি পরিবর্তনের সাথে সাথে দৃশ্যপটে পরিবর্তন। চির চেনা নারায়ণগঞ্জ শহরের রূপ বদলে দিল পুলিশ। সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসিকে প্রত্যাহারের পর শহরজুড়ে পুলিশি এ্যাকশনের মুখে দীর্ঘ দিন ধরে ফুটপাত দখলে রাখা হকাররা এদিন শহরের কোথাও বসতে পারেনি।

আজ (২৫ ডিসেম্বর) সকালে শহরের প্রতিটি স্পটের হকারদের বসতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। ফুটপাতের এমন দৃশ্য দেখে নগরবাসী স্বস্তি প্রকাশ করেছে। পুলিশ চাইলে যে কোন কিছু সম্ভব। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই, শুধু মাত্র মৌখিক ভাবে বলে হকারদের ফুটপাত থেকে উচ্ছেদ করে দিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপারের নির্দেশে শহরের ১ নং রেল গেইট থেকে শুরু করে সদর মডেল থানার ইন্সপেক্টর অপারেশন জয়নাল আবেদীন ও টানবাজার ফাঁড়ি পুলিশ ইনচার্জ আজহারুল ইসলামের নেতৃত্বে শহরে হকার উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ। এসময় পুলিশ গতানুগতিক ধারার বাইরে গিয়ে কোন প্রকার জামেলা ছাড়াই শহরের প্রতিটি পয়েন্ট থেকে হকারদের মালামালসহ উচ্ছেদ করেন। সদর মডেল থানা পুলিশ, টানবাজার ফাঁড়ি পুলিশ ও চাষাড়া ফাঁড়ি পুলিশ এই অভিযানে অংশ নেয়। পুলিশ সকালে শহরের প্রতিটি পয়েন্ট যেমন, ১নং রেল গেইট সংলগ্ন ফলপট্টি থেকে কালীরবাজার পুরাতন কোর্ট, রেল লাইনের দুই পাশে, শহরের ২নং রেল গেইট থেকে চাষাড়া পর্যন্ত রাস্তার দুই পাশে অন্যদিকে ডিআইটি’র দুইৃ পাশের হকারদের প্রথমে বলে আসে ফুটপাতে না বসতে। পরে দফায় দফায় পুলিশ গিয়ে তাদের মালামাল নিয়ে ফুটপাত থেকে উঠে যেতে বলে হকারদের।

এসময় হকাররা কেউ কেউ বিকাল ৪টার পর বসতে তাদের বলা হয়েছে এমন অজুহাত দেখালে পুলিশ তাদের সাফ জানিয়ে দেয়, সকাল, বিকাল এমনকি রাত কোন সময়ে ফুটপাত দখল করে বসা যাবেনা। এদিন সকাল থেকে রাত পর্যন্ত কোন হকার রাস্তা বা ফুটপাত দখল করে বসতে পারেনি। তবে কোথাও কোথাও ভ্রাম্যমান গাড়িতে কিছু হকারকে বেচাকেনা করতে দেখা গেছে।

এ বিষয়ে সদর মডেল থানার ইন্সপেক্টর অপারেশন জয়নাল আবেদীন বলেন, শহরের রাস্তা দখল করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় এ অভিযান। অভিযান অব্যাহত থাকবে।

add-content

আরও খবর

পঠিত