নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মীর শাহীন শাহ পারভেজকে সাময়িক প্রত্যাহার (কোজড) করা হয়েছে। ২৫ ডিসেম্বর সোমবার পুলিশ সুপারের নির্দেশে তাঁকে সদর থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। দায়িত্ব অবহেলা ও একজন অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনা পালন না করার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্র জানায়।
পুলিশ সূত্রে জানাযায়, বড়দিন উপল নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গীর্জার অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তবে তাঁদের আগমন উপলক্ষে গীর্জার সামনের ফুটপাত দখলমুক্ত সহ পর্যাপ্ত নিরাপত্তার জন্য নির্দেশ ছিল পুলিশ প্রশাসনের। কিন্তু সদর মডেল থানার ওসি মীর শাহীন শাহ পারভেজ সেটা যথার্থ করতে না পেরে উল্টো পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে অশোভন আচরণ করেন।
ঘটানার সত্যতা নিশ্চিত করে এসপি হিসেবে সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার কারণে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজকে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই মঙ্গলবার সদর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন মীর শাহীন শাহ পারভেজ। এরআগে তিনি মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।