চাষাঢ়া যেন হলিডে মার্কেট!

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : শহরের ফুটপাতের দোকানগুলোতে পোশাক বেচাঁকেনার ধুম পড়েছে। নিন্ম ও মধ্যবিত্ত মানুষের পোশাক ও নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মিটাতে ক্রেতা সমাগমের অন্যতম স্থান হিসেবে পরিচিত হকার মার্কেট। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোতে চলে বেচাঁকনা। প্রতিবছর শীত মৌসুম আসলেই তাদের বিক্রয়ের অবস্থা বেশ ভালই হয়।

গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা থাকায় শীতার্ত মানুষ প্রচন্ড শীত থেকে রক্ষা পেতে তাদের সামর্থনুযায়ী পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন ফুটপাতের দোকানগুলোতে। তবে ২২ই ডিসেম্বও শুক্রবার ছুটির দিন হওয়ায় এ চিত্র ছিলো চোখে পড়ার মত। আর চাষাঢ়া এলাকাস্থ রাস্তার পাশে হকার ও ক্রেতাদের বেচাঁকেনায় জনসমাগমের এমন মিলন মেলায়  চাষাঢ়া যেন হলিডে মার্কেটে পরিণত হয়েছে। হরেক রকম বাহারী পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। এসময় ক্রেতা সংখ্যার সিংহভাগই লক্ষ্য করা যায় কর্মজীবী।

ফুটপাতে পোশাক কিনতে এসে পারভেজ নামে এক ক্রেতা বলেন, ছুটির দিন আসলেই কেনা কাটার ধুম বেড়ে যায়। প্রতিনিয়ত পোশাক ক্রয় করি, তারপরেও অনেক কিনতে ইচ্ছে করে। বিশেষ করে সপ্তাহের একদিন ছুটিতে শীতের দিকটা আলাদা। এসময় দেখে-শুনে ভালো শীতের পোশাক ক্রয় করি। যা আমাদের সাধ্যের মধ্যে ক্রয় করতে পারি। ফুটপাতের দোকানগুলোতে শীতের অনেক ভালো পোশাক পাওয়া য়ায়। দামের দিক দিয়েও মোটামুটি সস্তাই। তবে দরদাম করেই পোশাক কিনছি।

এ ব্যপারে ইসমাঈল নামে একজন বিক্রেতা জানায়, আজ আমাদের বিক্রি ভালো। কারণ প্রতি শুক্রবার কিংবা ছুটির দিনে বিভিন্ন চাকুরিজীবী মানুষের অবসর থাকে। এবং সে সময়টা অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে কেনাকেটায় ব্যস্ত সময় পার করেন। অন্যান্য দিনে ১ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৬ হাজার টাকা পর্যন্ত পোশাক বিক্রি করি। তবে ছুটির দিন হওয়ায় আজ বিক্রি বেশি হয়েছে।

add-content

আরও খবর

পঠিত