পালিত হল ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জে পালিত হল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড)। শনিবার ২৩ ডিসেম্বর সকালে সদর উপজেলা টিকা কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. এহসানুল হক। এ সময় উদ্বোধনী উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিল্পনার উপ পরিচালক মো. বসিরউদ্দিন, সদর উপজেলা নির্বাহী  কর্মকর্তা তাসনীম জেবিন বিনতে শেখ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  চৌধুরী ইকবাল বাহার, জেলা ইপিআই তত্বাবধায়ক লুৎফুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য তত্বাবধায়ক স্বপন দেবনাথ প্রমূখ।

সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের ১টি নীল রঙের এবং ১২ থেকে ১৫ মাস বয়সি শিশুদের ১টি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ১ হাজার ১‘শ ১৫টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ২ হাজার ২‘শ ৩০জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী,শিক্ষক ও স্বেচ্ছাসেবক এই ক্যাম্পেইনে কাজ করেছে । সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী, বছরে দুই বার ভিটামিন এ এর অভাব পূরণে সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়।

add-content

আরও খবর

পঠিত