নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ৬.৩৪ মিনিটে চাষাড়া বিজয় স্তম্ভে শুরু হয় শহীদদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পন। এসময়  সমাজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়। জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পনের পর পরই সর্বস্তরের মানুষের ঢল পড়ে। সকলেই চাষাড়া বিজয় স্তম্ভে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।

এসময় শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ জেলা প্রসাশক রাব্বী মিয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা সিভিল সার্জন এহসানুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, সদর উপজেলা ইউএনও তাসনীন জেবিন বিনতে শেখ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ, তোলারাম সরকারি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজ ও প্রফেসর শিরীন বেগমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

add-content

আরও খবর

পঠিত