নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান) : উৎসব-মুখর পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও প্রেস ক্লাবের ৩০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে উপজেলার পৌরএলাকার দিঘিরপাড়ে অবস্থিত সোনারগাঁ রয়েল রিসোর্টের হল রুমে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে দলমত নির্বিশেষে রাজনৈতিক, অরাজনৈতিক, গনমাধ্যমকর্মীদের সমন্বয়ে এক মিলন মেলায় পরিনত হয়। ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে অদম্য নামের এক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এই ম্যগাজিনে সাংবাদিকতারর নৈতিক ধরন ও তাদের কার্যকলাপের নানাধিক তুলে ধরেছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ জনাব লিয়াকত হোসেন খোকা।সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাসের সভাতিত্বে আরো বক্তব্য রাখেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা. মো. শাহীনূর ইসলাম, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি বিএম রুহুল আমিন, সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম (পি পি এম), প্রতিষ্ঠাতা আহবায়ক ও বিটিভি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক একেএম মাহফুজুর রহমান, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এএইচ এম মাসুদ দুলাল, অর্থনীতিবিদ আনোয়ারুল কবির ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মমাসুম, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, পরিদর্শক আব্দুল জাব্বার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, বিএনপি নেতা অধ্যাপক ইমতিয়াক বকুল, সোনারগাঁ পৌর সভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শামীম,সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল মোশারফ, লেখক সাহিত্যিক সামসুদ্দোহা চৌধুরী, সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা সাইফুল ইসলাম রিপন, সোনারগাঁ জি.আর.ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, বাংলা টিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ইউসুফ আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন রতন, সাংবাদিক রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, আবু বকর সিদ্দিক, হাসান মাহমুদ রিপন, হারুন অর রশিদ সহ আরো অনেক ব্যক্তিবর্গ। এ সময় নারায়নগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।