কেন্দ্রীয় শ্রমিক পার্টির সাথে জেলার বেসিক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ২৪ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৫.০০ টায় ৫নং সার ঘাট এলাকায় নাবিক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জেলা জাতীয় শ্রমিক পার্টির অন্তর্ভূক্ত সকল বেসিক শ্রমিক ইউনিয়ন কমিটির সাথে কেন্দ্রীয় শ্রমিক পার্টির মত বিনিময় সভা জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক ও জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবুল খায়ের ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ.কে.এম আশাদুজ্জামান খাঁন, প্রধান অতিথির বক্তব্যে এ.কে.এম আশরাফুজ্জামান খাঁন বলেন, জাতীয় শ্রমিক পার্টির সবসময় শ্রমিকদের কল্যাণে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। জাতীয় শ্রমিক পার্টি, শ্রমিকদের পার্টি। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি নারায়ণগঞ্জের জনপ্রিয় নেতা প্রয়াত এম.পি আলহাজ্ব নাসিম ওসমান কে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সকল বেসিক শ্রমিক ইউনিয়নের যে সকল সমস্যা আছে তা সমাধানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের কাজ করব। প্রয়োজনে পল্লী বন্ধু এরশাদ ও বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এর সাথে আলোচনা করে আমরা কাজ করব। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে ও থাকব।IMG_1789 copy

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আর. কুদ্দুস, জাতীয় কেন্দ্রীয় কমিটি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক- ইউনুস মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক তালুকদার মিজান, মোঃ বেলায়েত হোসেন, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটি, সভায় যে সকল বেসিক শ্রমিক ইউনিয়ন উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়ন, শীতলক্ষ্যা লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ পাট শ্রমিক সমিতি, নারায়ণগঞ্জ সার ঘাট শ্রমিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী সমিতি, নারায়ণগঞ্জ জেলা হোসিয়ারী ও লোকাল গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ মাছ ঘাট শ্রমিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ দর্জী শ্রমিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ হোটেল এন্ড সুইট মিট শ্রমিক ইউনিয়ন, কেন্দ্রীয় খাদ্য সংরক্ষনাগার শ্রমিক ইউনিয়ন, মাষ্টার টেক্সটাইল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, নারায়ণগঞ্জ জেলা বাস ও মিনিবাস কর্মচারী ইউনিয়ন, ফতুল্লা থানা রিক্সা ড্রাইভার শ্রমিক ইউনিয়ন, এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ইকরামুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক তপন খাঁন, আসলাম মৃধা, জাতীয় পার্টির নেতা হাবিবুর রহমান মন্টু, পরিবহন শ্রমিক পার্টির নেতা আবু তাহের, মোস্তফা ভান্ডারী, লিয়াকত বেপারী, নুর-ইসলাম সরদার, আবু জাফর মোহাম্মদ আসলাম, ওয়াছি উদ্দিন সনি, জাহিদ হোসেন জাবন, দুদু সরদার, মোঃ কামাল হোসেন, রুহুল আমিন বিশ্ব, পবন দাস, রিপন হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত