সোনারগাঁয়ের তিনটি রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন এম.পি খোকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে  সোনারগাঁয়ের তিনটি রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন  জাতীয় পার্টির  কেন্দ্রীয় যুগ্ম  মহাসচিব ও জাতীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। কাজগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে মোগড়া পাড়া বেলী ব্রীজ থেকে নবীনগর কাউন্সিল অফিস। দ্বিতীয়টি হচ্ছে নবীনগর কাউন্সিল অফিস থেকে হোসেনপুর বাজার এবং তৃতীয়টি হচ্ছে বাম গবিন্দগাঁও থেকে কাইক্কার টেকের মেরী খালী ব্রীজ পর্যন্ত।  সড়ক গুলোর মধ্যে দুটি সংস্কার কাজ এবং একটি নতুন সড়কের কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করার পর বর্তমান সরকারের দীর্ঘায়ু কামনা সহ সোনারগাঁবাসীর সুখ শান্তি উন্নতি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এমপি লিয়াকত হোসেন খোকা তার নির্বাচনী আসনে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন । বৃহত্বর সোনারগাঁকে আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠার লক্ষে, প্রতিদিন কোন না কোন কাজ করে চলছেন তিনি। Misti

এমপি লিয়াকত হোসেন খোকার সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার র্নিবাহী কর্মকর্তা আবু নাসের ভূইয়া, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ্ আলম রুপম, সম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব মিয়া, সম্মানদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহাবুদ্দিন সাবু, জাতীয় পটির
নেতা আলী হোসেন, হাজী মনির হোসেন তোতা, লুৎফর রহমান তোতা, যুবলীগের সংগ্রামী নেতা মোস্তাফিজুর রহমান মাসুম, আবু নাঈম ইকবাল,রফিকুল ইসলাম নান্নু সহ সোনারগাঁয়ের মহাজোটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিটি কাজের উদ্বোধনের পর বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য যে , সোনারগাঁয়ের অধিকাংশ রাস্তা ঘাটের অবস্থা বেহাল বিগত বিএনপি সরকার ও আওয়ামীলীগের সরকার আমলের প্রথম ৫ বৎসর তেমন কোন কাজ হয়নি । লিয়াকত হোসেন খোকা এমপি হওয়ার পর থেকে অবিরাম চলছে রাস্তাঘাটের উন্নয়ণ কাজ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত