নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশের প্রথম নিবার্চিত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে প্রথম প্রহরে কেক কাটা হয়েছে। সোমবার ২০ই নভেম্বর ১২:০১ মিনিটে ফতুল্লা রেলস্টেশন বাজার সংলগ্ন হাজী আওলাদ হোসেন মোল্লা মার্কেট এর ২য় তলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার ও ফতুল্লা থানা ছাত্রদল নেতা সাগর সিদ্দিকির যৌথ উদ্যোগে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সহ- সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন শিকদার, ফতুল্লা থানা যুবদল নেতা সাজেদুল ইসলাম সেলিম, ফতুল্লা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আক্তার হোসেন, সাধারন সম্পাদক জামান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সজল,বিএনপির নেতা অলিউল্লাহ খোকন, ফতুল্লা থানা যুবদল নেতা মুসলিম সরকার, আমিনুল হক জুয়েল, ফতুল্লা থানা জাসাস এর সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব,ফতুল্লা থানা শ্রমিকদল নেতা জাহাঙ্গির হোসেন, ফতুল্লা থানা ছাত্রদল নেতা মেহেদি হাসান দোলন,তাইজুল ঈসলাম আল আমিন,আরিফ হাসান, সোহাগ সিদ্দিকি, শাখাওয়াত অনি, রাসেল আহম্মেদ, নিরব আহম্মেদ পলাশ, রবিউল, পারভেজ, আকাশ, নোবেল, তুষার, জাকির, বাবু, মুন্না প্রমুখ।
আলোচনা সভায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার বলেন, এই যৌবন জল-তরঙ্গ রোধিবি কি দিয়া বালির বাঁধ? কে রোধিবি এই জোয়ারের টান গগণে যখন উঠেছে চাঁদ? বাংলা মায়ের দামাল ছেলে তারেক অচিরেই বাংলার আকাশে পূর্ণিমার চাঁদ হয়ে উদিত হবে ,সৃষ্টি হবে জনজোয়ার। প্রিয় নেতা তারেক রহমানের জন্মদিনে এই শুভ কামনা।
তিনি আরও বলেন, তারেক জিয়ার নেতৃত্বে ভয় পেয়ে সরকার এখন তাকে নিয়ে হিংসায় মেতে নানা মামলা দেয়। সরকারের গা জ্বলে বলেই তারা এখন তারেক রহমানের কোন বক্তব্য প্রচার করতে দেয়না কারণ তারা জানে তারেক রহমানের বক্তব্যে মানুষ জেগে উঠে। মানুষ এখন আর তাদের আশ্বাসে বিশ্বাসী না।