নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : মাসদাইর এলাকার যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান বঙ্গবন্ধুর রীতি নীতি মেনে ও জনপ্রিয় সংসদ সদস্য এ,কে,এম শামীম ওসমানের দিক নির্দেশনার মতো দলীয় কর্মকান্ড পরিচালনা করে বাকী জীবন শেষ করতে চান। তিনি আরো বলেন, বিগত দিনে দলের জন্য কাজ করতে গিয়ে মিথ্যা মামলা হামলার শিকার হয়ে এলাকা ছেড়ে অন্যত্র জীবন যাপন করেছেন। কর্ম করে জীবন সংসার চালিয়েছেন। ২০০৬ইং সালে সেনাবাহিনীর হাতে ক্ষমতা থাকাকালীন সময়ে এলাকায় ফিরে এসে তার সহপাঠীদের নিয়ে দলীয় কর্মকান্ডে নিয়মিত অংশ গ্রহণ করেন। সব সময় এম সাইফুল্লাহ বাদল, শওকত আলী, শাহ নিজাম, মীর সোহেল এর সাথে যোগাযোগ রক্ষা করেছেন। মিটিং সভায় বিশাল মিছিল সহ অংশগ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, মিজানুর রহমান মিজানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানা ভাবে লেং মেরেছেন কতিপয় ব্যক্তিগণ তাতেও বিচলিত হয়নি। মিথ্যা মামলায় আসামী হয়ে জেল খেটেছেন। মিজানুর রহমান মিজান এক প্রতিক্রিয়ায় বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান ভয়কে জয় করতে জানি। ঠিক তেমনি সকল মিথ্যাকে পিছনে ফেলে এগিয়ে আসতে সক্ষম হয়েছি। আমি আমার জনপ্রিয় এমপি জননেতা এ,কে,এম শামীম ওসমান এর সুনামসহ দলীয় ইমেজ যেন বৃদ্ধি পায় ঠিক সেই ভাবেই কাজ করে চলেছি। কে এই মিজানুর রহমান মিজান। মাসদাইর এলাকার বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন রমুর জ্যেষ্ঠ সন্তান। তার ইচ্ছা যতদিন বেঁচে আছি মানুষের জন্য দলের কাজ করে যাবো ইনশারআল্লাহ। সবসময় মহান আল্লাহ তায়ালার কাছে আমার নেতা ও সংসদ সদস্য এ,কে,এম শামীম ওসমান সহ এম. সাইফুল্লাহ বাদল, শওকত আলী, মীর সোহেল, শাহ নিজাম ভাইয়ের দোয়া কামনা করি তাদের যেন সুস্থ রাখেন আমিন।