নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ বলেছেন, এ প্লাস প্রত্যাশায় সন্তানদের শুধু ভালো শিক্ষার্থী নয়, পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। আমাদের সন্তানদের পরীক্ষা দেয়ার পর কেহ তাকে প্রশ্ন পত্র হাতে নিয়ে চাপ প্রয়োগ করবেন না। আপনার সন্তানকে মাদক থেকে দূরে রাখবেন, কন্যা সন্তান কে বেশিবেশি আদর করবেন। আজ এই শিশুটিই একদিন সামনের চেয়ারে আছে , হয়ত একদিন আমার চেয়ারে বসবে আমাদের নেতৃত্ব দিবে। নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের অর্থায়নে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে ৭৩ নং ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুল হক।
তিনি আরও বলেন, দেশ এখন আগের মতো নেই । উন্নয়নের রোল মডেল সৃষ্টি করেছে বর্তমান প্রধান মন্ত্রীসহোদয় শেখ হাসিনা । আপনারা শুধু ডাক্তার ইনঞ্জিনিয়ার তৈরী করতে আগ্রহী কেন? সে অন্য বিষয় ভালো অফিসারও তো হতে পারে। আবার কেহ ভালো নৃত্য জেনে নৃত্য শিল্পীও তো হতে পারে। সুতরাং একটি সন্তান তার মেধা এবং মনন দিয়ে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠত হোক এ কামনা করি।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক ,রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সমাজ সেবক সৈয়দ মিজানুর রহমান, স্কুল কমিটির সদস্য মীর ফয়সাল আলী, সালাউদ্দিন সরকার মুক্তি, প্রধান শিক্ষিকা সালমা সুলতানা, অভিভাবক প্রতিনিধি সময় নারায়ণগঞ্জ ডট.কমের সম্পাদক মাহবুবুর রহমান খোকা, টাচ্ স্টোন এ্যাডুকেশন হোম স্কুলের অধ্যক্ষ সেলিনা রহমান , ফতুল্লা থানা শাখার জামায়েত ইসলামীর সাধারন সম্পাদক (ফতুল্লা পাইলট স্কুলের সিনিয়র শিক্ষক) আবু সাঈদ মুন্না, জভাকির হোসেনসহ আরো অনেকে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক (ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান) আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন । এ বিদায় অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন,মর্জিনা আক্তার, সোহারব হোসেন সৌরভ, শাহানা সামাদ, আফরোজা খানম, হাবিবা আক্তার, শাহেদা আখতার, রহিমা বেগম, বন্দনা রাণী বনিক, আমেনা বেগম, নিলোফা বেগম, খাদিজা আক্তার, কনিকা রানী রায়সহ আরো অনেকে ।