বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে পঞ্চম শ্রেনীর ছাত্রী ধর্ষনের অভিযোগ

নারায়ণগঞ্জ (সোনারগাঁও প্রতিনিধি) : নারায়ণগঞ্জের সোনরগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ২১নং উটমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর এক (১২) ছাত্রীকে জোর পূর্বক ধর্ষন করেছে বলে ওই বিদ্যালয়ের দপ্তরী স্বপনের (২৫) বিরুদ্ধে অভিযোগ। ধর্ষিতা ওই স্কুল ছাত্রী (১২), জামপুর ইউনিয়নের উটমা গ্রামের এক দিনমজুরের মেয়ে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ধর্ষিতা ছাত্রীর মা মোসা. উম্মেহানি বাদী হয়ে সোনারগাঁও থানায় লম্পট দপ্তরী স্বপনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। দপ্তরী স্বপন উপজেলার জামপুর ইউনিয়নের উটমা গ্রামের শহিদুল্লাহ’র (সাবেক মেম্বার) ছেলে।

স্কুল ছাত্রীর মা উম্মেহানি জানান, তার মেয়ে উটমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীতে পড়–য়া ছাত্রী প্রতিদিনের মত স্কুলে যায়। গত মঙ্গলবার কোচিং করতে স্কুলে যাওয়ার পর সকাল ১০ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। এ সময় ধর্ষিতা ছাত্রী বাথরুম থেকে বাহির হওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দপ্তরী স্বপন ওই ছাত্রীকে ধাক্কা দিয়ে বাথরুমের ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয় এবং ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এ সময় লম্পট দপ্তরী ওই ছাত্রীকে ঘটনাটি কাউকে না বলতে হত্যাসহ নানা ধরনের ভয়ভীতি দেখায়। এদিকে এ ঘটনার পর ওই ছাত্রী গত দুই দিন যাবত অসুস্থ হয়ে পড়লে গতকাল তার মা উম্মেহানি জিজ্ঞেস করেলে ঘটনাটি জানায়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মো. সাজিদুর রহমান জানান, ধর্ষনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আসামী স্বপনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

add-content

আরও খবর

পঠিত