নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে পৌছাতে ব্যতিক্রমী কর্মসূচী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে পৌছাতে ব্যতিক্রমী কর্মসূচী মুক্তিযুদ্ধ ভিক্তিক চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে  মুক্তিযুদ্ধের ঐক্যের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের ৭ই মার্চের ভাষন ইউনেসকো স্বীকৃতি প্রদান করায়  এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হোসাইন এর নেতৃত্বে বিভিন্ন সংঘঠনের নেতাকর্মীদের সমন্বয়ে এক বিশাল জনশ্রোত নিয়ে উক্ত সভায় অংশগ্রহন করেন।

আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক , মুক্তিযুদ্ধের ঐক্য’ সোনারগাঁও শাখার সমন্বয়ক এইচ.এম.মাসুদ দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধে ঐক্যের সমন্বয়ক ও গবেষক মুক্তিযোদ্ধা সামছুল আরেফিন।

সভায় প্রধান অতিথির বক্ত্যবে তিনি বলেন,তরুন আওয়ামীলীগ নেতা মাসুদ দুলাল নতুন প্রজন্মকে সাথে নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে করে তিনি আগামী দিনে অবশ্যই নেতৃত্ব দেবেন বলে আশা করি। নানা ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে দুলাল নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শকে পৌছে দিচ্ছেন। এতে সে নতুনপ্রজন্মের মদ্ধ্যে এক অন্যরকম দেশপ্রেমের মনোভাব গড়ে তুলছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মেলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক এ এইচ এম মাসুদ দুলাল তার বক্তব্যে বলেন, আজ যারা এ অনুষ্ঠানে এসেছেন তারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক প্রাজ্ঞ। তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তারাই  আগামী দিনের নেতৃত্ব  দিবে।আমি আশা করি তরুন প্রজন্ম বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানবেন এবং চর্চা করবেন। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর এই ডিজিটাল  বাংলাদেশে তার উজ্জ্বল প্রমান্য দলিল হতে যাচ্ছে আমাদের দেশের এই তরুন সমাজ।

এ সময় নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক আবুল ফয়েজ শিপন,  সোনারগাঁও উপজেলা শেখ রাসেল শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মতিউর রহমান জুমন সহ  স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত