নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উম্মক্ত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ২২ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকার ভাই ভাই কমপ্লেক্সের এটুজেড চেইন সপের উদ্যেগে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগীতায় বিভিন্ন স্কুলের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। পুরুষ্কার বিতরণ পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেড্র গ্রুপের চেয়ারম্যান জাদব দেবনাথ। উপস্থিত ছিলেন, আজাহারুল ইসলাম, বশির উদ্দিন বাচ্চু, এম এ মান্নান কচি, আলী ওসমান মাষ্টার, শামিমা আক্তার জুনু, ছাত্রদল নেতা মাহাবুবুর রহমান, নুর হোসেন, আনোয়ার হোসেন, সাংবাদিক মনজুর হোসেন ভুইয়া, মাসুদ পারভেজ, শাহিন মিয়া, নিজাম উদ্দিন ও প্রমুখ।